এবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন হতে চলেছে। বুধবার পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ১৯ মে 🍬সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। বেলা ১২ টা থেকে ওয়েবসাইটে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। এতদিন সাধারণত সকাল ৯ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করত পর্ষদ। তারপর সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখা যেত। এবার সেই সময় পালটে যাচ্ছে। অর্থাৎ রেজাল্টের জন্য পড়ুয়াদের আরও বাড়তি সময় অপেক্ষা করতে হবে।
এমনিতে গতবারের তুলনায় এবার কিছুটা আগেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হচ্ছে। গতবার যেখানে ৭৯ দিনের মাথায় ফলাফল ঘোষণা করা হয়েছিল, এবার ৭৫ দিনের মাথায় রেজ𒉰াল্ট প্রকাশ করতে চলেছে পর্ষদ। তবে ফলাফল প্রকাশের সময় সামান্য পরিবর্তন করা হয়েছে। গতবার যে সময় মাধ্যমিক পরীক্ষার🌱্থীরা নিজেদের প্রাপ্ত নম্বর জেনে গিয়েছিল, এবারের মাধ্যমিক সেইসময় অপেক্ষা করতে হবে।
কীভাবে অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা?
১) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর🌞্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in -তে যেতে হবে।
২) হোমপেজে মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত লিঙ্ক ‘West Bengal Board of Secondary E🌌xam. Results - 2023’ থাকবে। তাতে ক্লিক করতে হবে।
৩) একটি নতুন পেজ খুলে 🧸যাবে। সেখানে যে নির্দিষ্ট জায়গা আছে, তাতে নিজের রোল নম্বর এবং জন্মতারিখ দিতে হবে। তারপর দিত🍬ে হবে ‘ক্যাপচা’ বা সিকিউরিটি কোড। শেষে ‘Submit’-এ ক্লিক করতে হবে।
৪)♔ তাহলেই মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা। তা ভবিষ্যতের জন্য ডাউন๊লোড করেও রেখে দেওয়া যেতে পারে।
(বিশেষ দ্রষ্টব্য: গতবারের মতো এবারও মাধ্যমিকের ফলাফল দেখা যাবে হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইটে (//pbv88casino.cc/)। তাই মাধ্যমি💙কের র✱েজাল্ট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।)
মাধ্যমিকের মার্কশিট বণ্টন
১৯ মে পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিস বা শিবির থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মাধ্যমিকের মার্কশিট তুলে দেওয়া হবে। মুর্শিদাবাদের স্কুলগুলিকে বহরমপুরের গোরাবাজার ঈশ্বরচনꦅ্দ্র ইনস্টিটিউশন থেকে মার্কশিট সংগ্রহ করতে হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।
(এই খবরটি আপনি পড়তে পারে๊ন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App😼 ডাউনলোড করার লিঙ্ক