রবিবার মধ্যরাত থেকেই কলেজে ভরতির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবার একেবারে নতুনভাবে আবেদন করতে হচ্ছে প্রার্থীদের। এতদিন প্রতিটি কলেজের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতেন। তারপর প্রতিটি কলেজের মেধাতালিকা প্রকাশিত হত। কিন্তু এবার সেই পদ্ধতি পুরোপুরি পালটে গিয়েছে। একটি অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের (সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল) মাধ্যমে আবেদন করতে হচ্ছে। সেখ🧸ান থেকেই নিজেদের পছন্দের কলেজ বেছে নেওয়া যাবে। বেছে নেওয়া যাবে পছন্দের বিষয়। তারপর আবেদন করতে হবে। সেই প্রক্রিয়াটি মোটের উপর সহজ হলেও এবার পুরোটা নতুন করে হওয়ায় কী কী নথি লাগছে, তা থেকেই দেখে নিন। সেইমতো নথি জোগাড় করে বসে অভিন্ন কেন্দ্র♍ীয় পোর্টালের মাধ্যমে কলেজে অ্যাডমিশনের জন্য আবেদন করতে হবে।
অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে আবেদন করতে কোন কোন নথি লাগবে?
১)𝐆 মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন।
২) মাধ্যমিক পরীক্ষার মার্কশিট।
৩) উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন।
৪) উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড।
৫) উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট।
৬) সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড, ভ♓োটাღর কার্ডের মতো)।
৭) ব্যাঙ্কের পাসবুকের প্রথম পেজ অথবা ক্যানসেলড চেক অথবা ব্যাঙ্ক অꦅ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রথম পৃষ্ঠা।
নথির স্ক্যান করা কপি লাগবে
একটি বিষয় মাথায় রাখতে হবে যে প্রতিটি নথির স্ক্যান কপি রাখতে হবে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড হোক বা ব্যাঙ্কের পাসবুকের প্রথম পেজ হ🌌োক- প্রতিটি নথির স্ক্যান করা কপি আপলোড করতে হবে প্রার্থীদের। আর সেটি পিডিএফ ফর্ম্যাটে (PDF Formart) করতে হবে। তাই অভিন্ন কেন্দ্র💯ীয় পোর্টালের মাধ্যমে কলেজে আবেদন প্রক্রিয়া শুরুর আগে ওই সাতটি নথির স্ক্যান করে রাখতে হবে প্রার্থীদের।
অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে আবেদনের গুরুত্বপূর্ণ বিষয়
১) ২৪ জুন থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়♎া শুরু হয়েছে। আগামী ৭ জুলাই পর্যন্ত চলবে।
২) প্রার্থীরা অনলাইনে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের 𒁃অফিসিয়াল ওয়েবসাইট ‘বাংলার উচ্চশিক্ষা’ থেকে আবেদন করতে পারবেন।
৩) অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের আওতায় রাজ্যে✅র মোট ৪৬১টি সরকারি এবং সরকার-পোষিত কলেজ আছে। প্রত্যেক প্রার্থী সর্বোচ্চ ২৫টি কলেজে আবেদন🐓 করতে পারবেন।
৪) সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আ🧜বেদনের জন্য কোনও টাকা লাগবে না। যা টাকা লাগবে, সেট𝓰া কলেজে ভরতির জন্য লাগবে।
৫) অভিন্ন ক💜েন্দ্রীয় পোর্টালে💜র মাধ্যমে পুরো ভরতির প্রক্রিয়া সম্পূর্ণ হবে।