আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক মাধ্যমিকও পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকায়। মৃতা মাধ্যমিক পরীক্ষার্থীর নাম পৃথা মণ্ডল। মাধ্যমিক পরীক্ষার্থী সহ তিনজন একটি বাইকে করে একটি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কায় তিনজনে বাইরে থেকে ছিটকে পড়েন। ঘটনায় মাধ্✤যমিক পরীক্ষার্থী সহ আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ছাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকলে খাকুড়দহ গ্রা🌄ম পঞ্চায়েতের বাসিন্দা। তারা নেউতলা থেকে বারুইপুরের রাজগড়ার দিকে একটি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন। তখনই পূর্ব পাঁচগাছিয়া এলাকায় বাইকের সঙ্গে একটি টাটা সুমোর মুখোমুখি ধাক্কা লাগে। তিনজনেই বাইক থেকে ছিটকে অনেকটাই দূরে পড়ে যান। এর মধ্যে দুজনকে রক্তাক্ত অবস্থায় হাস🌠পাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতা ছাত্রীর বয়স ১৬ বছর। মাধ্যমিক পরীক্ষার জন্য সে প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু, তার আগে তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার স্বপ্ন শ♛েষ হয়ে গেল। দুর্ঘটনায় মৃতার কাকিমা পাপিয়া রায় মাথায় গুরুতর চোট পেয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। মৃত ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তের পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, গোচরণ স্কুলের ছাত্রী ছিল পৃথা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে। অন্যদিকে, সোমবার সকালে ভয♛়াবহ বাস দুর্ঘটনা ঘটে মেদিনীপুরে। দুর্ঘটনায় ২০ জান বাসযাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। চন্দ্রকোনা থেকে দাসপুরের দিকে যাচ্ছিল বাসটি, তখনই এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন। ⛦স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ।