সামনে মাধ্যমিক পরীক্ষা আছে। তাই পড়াশোনায় বাড়তি জোর দিক মেয়ে চেয়েছিল মা। কিন্তু সেখানে দেখা যায় ছাত্রীটি একটু ꦬমোবাইলের সঙ্গে জꦡড়িয়ে পড়েছে। এই দৃশ্য দেখে মেয়েটির মা টেনশনে পড়ে যান। আর কড়া ভাষায় বকাবকি করেন। যা মেনে নিতে পারেনি ছাত্রীটি। এরপর বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়েন মা। যখন কাজ সেরে ঘরের দিকে ফিরলেন তখন মেয়ের ঝুলন্ত দেহ দেখলেন সামনে। নরেন্দ্রপুরে থানা এলাকায় এখন এটাই চর্চার বিষয়।
ঠিক কী ঘটেছে নরেন্দ্রপুরে? স্থানীয় সূত্রে খবর, মেয়েটির মাধ্যমিক পরীক্ষা সামনে ছিল। সেখানে তাকে মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করতে দেখে মা। তাই নিয়ে মেয়েকে কড়া বকুনি দিয়েছিলেন মা। আর ঘরে ফিরে পরে দেখলেন, গলায় ফাঁস দেওয়া মেয়ের দেহ ঝুলছে সিলিং থেকে। নরেন্দ্রপুর থানার রাজপুর–সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের মালিপাড়াতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পড়াশোনা করতে না দ⛦েখলে মা–বাবা বকবে এটাই স্বাভাবিক🎃। তবে এমন পরিণতি হবে ভাবা যায়নি।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা। ঠিক তার আগে এমন ঘটনা ঘটেছে। মৃত ছাত্রীর নাম পল্লবী মণ্ডল (১৬)। এই ঘটনায় ডিএসপি মোহ♏িত মোল্লা জানান, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের༺ করা হয়েছে। আজ, শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছ🌊ে। পল্লবী মোবাইল নিয়ে ব্যস্ত থাকত বলেই বকাবকি করেছিলেন মা দেবযানী মণ্ডল। তারপর বাড়িতে গৃহশিক্ষক এলেও পড়তে চায়নি ছাত্রী। রাতে পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।
পরিবার ঠিক কী বলছে? এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আত্মীয়স্বজনরা। আর এসে পৌঁছয় পুলিশ। পুলিশ এসে দেౠহ উদ্ধার করে। পল্লবীদের আদি বাড়ি জয়নগর থানা এলাকায়। কর্মসূত্রে তাঁরা নরেন্দ্রপুর থা🌠না এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। বাড়িতে এখন শোকের পরিবেশ। মা জ্ঞান হারাচ্ছেন। বাবা চোখে জল নিয়ে বসে আছেন। তবে এই ঘটনা নিয়ে পল্লবীর বাবা বিভাস মণ্ডল বলেন, ‘ছোটবেলা থেকেই মেয়ে অত্যন্ত জেদি। যখন যা চায় তখনি তা এনে দিতে হয়। না হলে রাগের মাথায় যা ইচ্ছে তাই করে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেক𝕴েও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার🦋 লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup