এবারের ভোটে পরাজিত হয়েছেন তিনি। তারপর শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদে বসানো হয়েছে তাঁকে। এবার প্রাক𒐪্তন মন্ত্রী গৌতম দেবকে উত্তরের তিনজেলার সংগঠনের বিশেষ দায়িত্বে দিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দল সূত্রে খবর, গত শনিবার কলকাতায় তৃণমূলের কর্মসমিতির বৈঠকে উত্তরবঙ্গ থেকে গৌতম দেব উপস্থিত ছিলেন। নেত্রী ওই বৈঠকেই গৌতমের উপর বিশেষ সাংগঠনিক দায়িত্ব অর্পণ করেন। ঠিক কী কী দায়িত্ব দেওয়া হয়েছেন গৌতম দেবকে?
দল সূত্রে খবর, জলপাইꦰগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সংগঠনের বিশেষ নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে গৌতম দেবকে। পাশাপাশি দার্জিলিং জেলার সংগঠন পরিচালনার পরামর্শ দেওয়ার ভারও তাঁর উপরেই থাকছে। এর সঙ্গে🃏ই শিলিগুড়ি শহরে সংগঠনকে আরও মজবুত করার দায়িত্ব তাঁর উপর বর্তেছে। পাশাপাশি উত্তরবঙ্গে তৃণমূলের সংগঠনকে আরও জোরদার করা, দলীয় কাজ পরিচালনা ও হার জিতের কথা না ভেবে নিজের কাজ মন দিয়ে করার ব্যাপারে খোদ নেত্রী পরামর্শ দিয়েছেন গৌতম দেবকে। পাশাপাশি উত্তরবঙ্গের পুরভোটে যাতে তৃণমূল ভালো ফলাফল করতে পারে সেই দায়িত্বও বর্তেছে গৌতম দেবের হাতে।
প্রসঙ্গত, এর আগেও গৌতম দেব তৃণমূলের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান ছিলেন। কিন্তু সেই সময় দলের অন্দরের নানা কোন্দলের জেরে তিনি কতটা সফলভাবে কাজ করতে পেরেছিলেন সেই প্রশ্নটা থেকেই গিয়েছে। এদিকে এসবের মধ্যে গত লোকসভা নির্ব🎃াচনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তৃণমূলের ꦦভরাডুবি হয়। এবারের বিধানসভা ভোটেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে তৃণমূলের ফলাফল একেবারেই ভালো হয়নি। এবার কোচবিহার বাদ দিয়ে বাকি তিন জেলায় গৌতমের হাতেই দলের স্টিয়ারিং তুলে দিলেন খোদ নেত্রী। এমনকী দলের একাধিক প্রবীন নেতার কথা উল্লেখ করতে গিয়ে গৌতম দেবের কথাও উল্লেখ করেছেন তিনি। তবে গৌতম দেবের কথায়, ‘নেত্রী যখন যা নির্দেশ দেন পালন করি। বৈঠকের কথা দলের আভ্যন্তরীন বিষয়। এটা আলোচনা করার জন্য নয়।’