একশ দিনের বকেয়া টাকা-সহ অন্যান্য কেন্দ্রের অন্যান্য বকেয়া মেটানোর দাবিতে এবার বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে। তৃণমূল। বꦦুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে তেমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসূচি নিয়ে কথা বলার জন্য আগামী ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোরে দলের সব নেতা-মন্ত্রীদের নিয়ে একটি সভার ডাক দিয়েছেন। সেখানেই আন্দোলনের রূপরেখা তৈরি হবে বলে তিনি জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, 'দীর্ঘদিন ধরে (বকেয়া টাকার দাবিতে) আন্দোলন হচ্ছে।প্রায় ৭ হাজার কোটি টাকা এখনও পাওনা। মানুষের টাকা এখনও পাওয়া যায়নি। আমাদের মন্ত্রী সংসদ꧟দের সময় দিয়েও দেখা করেনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী।'
এর পর তিনি ফের আন্দোলন শুরু করার ইঙ্গিত দিয়ে বলেন, '১৬ নভেম্বর নেতাজি আꦺমি পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ, ব্লক প্রেসিডেন্ট, সাংসদ, বিধায়ক সবাইকে🔴ই মিটিংয়ে আহ্বান জানিয়েছি। বেলা ১২টার সময় হবে বৈঠক। সেই বৈঠকেই বড়সড় সিদ্ধান্ত নেব।'
(পড়তে পারেন। ভুল চিকিৎসায় পায়ে সে🦂পটিক হয়ে গিয়েছিল, SSKM-এর🥃 বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার)
তিনি আরও বলেন,'যারা ১০💝০ দিনের কাজ করেছে, যাদের দিয়ে কাজ করানো হয়েছে, তাদের বকেয়া টাকা দিতে হবে। আর তা নাহলে আন্দোলন কিন্তু বৃহত্তর পর্যায়ে যাবে। ওই বৈঠকেই পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি হবে।'
মুখ্যমন্ত্রী জানান, যেহেতু ১২ নভেম্বর কালীপুজো, তাই কালীপুজো, দেওয়ালি এবং ভাইফোঁটার এই বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০০ দিনের কাজের পাশাপাশি গ্রামীণ আবাসন, রাস্তা নির্মাণের ক্ষেত্রেও কেন্দ্র꧋ীয় বরাদ্দ এসে পৌছয়নি বলে মনে করান মমতা।