অযোধ্যায়✃ রাম মন্দিরের উদ্বোধন নিয়ে কর্মযজ্ঞকে ‘গিমিক তৈরির চেষ্টা’ বলে আখ্যায়িত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এই মন্তব্য করেন তিনি। সঙ্গে ‘ঈশ্বর – আল্লাহ’এর শপথ নিয়ে বললেন, রাজ্যে সাম্প্রদায়িক ভাগাভাগি হতে দেব না।
এদিন মমতা বলেন, ‘কালকে আমাকে জিজ্ঞেস করছিল। রাম মন্দির ꧅নিয়ে আপনার কী বক্তব্য? যেন আমার আর কোনও কাজ নেই। একটাই কাজ। আমি বললাম, ধর্ম যার যার নিজের। উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি, যে উৎসব সবাইকে নিয়ে চলে। সবাইকে নিয়ে কথা বলে। একতার কথা বলে। আপনারা করছেন করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে। আমার কোনও আপত্তি নেই তো। তাই বলে𒁃 অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারও কাজ নয়’।
দৃপ্ত কণ্ঠে মমতার ঘোষণা, ‘তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমি অপনাদের ঈশ্বরের শপথ নিয়ে বলছি, আল্লাহের কসম খেয়ে বলছিꦗ, হিন্দু - মুসলিম – শিখ – খ্রিস্টানের ভাগাভাগি করতে দেব না। NRCর🎐 সময় দেখেছিলেন কী আন্দোলন করেছিলাম। বন্ধ হয়ে গেছিল। CAA-র সময় দেখেছিলেন কী আন্দোলন করেছিলাম। এখনও অনেক অত্যাচার আমাদের লোকেদের ওপর হচ্ছে। গরমেন্ট অফ ইন্ডিয়া চলছে একটা এজেন্সির সরকার’।
এদিনের সভা থেকে দক্ষিণ ২৪ পরগনার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়ে এদ🌼িন ফের তিনি বলেন, ‘টাকা দিচ্ছে না’।