আরজি কর আবহে গত কয়েক মাস ধরে রাজ্যে কিছুটা হলেও চাপে আছে শাসকদল। অন্তত বিরোধীরা ꦿতেমনটাই দাবি করছে। এই আবহে রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৩ নভেম্বর। এর আগে এই আসনগুলির মধ্য়ে ৫টিতে আগে তৃণমূলই জয়ী হয়েছিল। একটি আসন ছিল বিজেপির ঝুলিতে। এই আবহে প্রেস্টিজ ফাইটে তৃণমূল কেমন ফল 🤡করে, সেদিকে নজর থাকবে সবার।
উপনির্বাচনে ভোটের হার
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলার ছয় আসনে ১৩ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত ভো🏅ট পড়েছিল গড়ে ৬🐎৯.২৯ শতাংশ। সিতাইয়ে ভোটের হার ছিল ৬৬.৩৫ শতাংশ, মাদারিহাটে ভোট পড়েছে ৬৪.১৪ শতাংশ, তালড্যাংরায় ভোট পড়েছে ৭৫.২ শতাংশ, মেদিনীপুরে ভোটের হার ৭১.৮৫ শতাংশ, নৈহাটিতে ভোটের হার ৬২.১ শতাংশ এবং হাড়োয়াতে ভোট পড়ে ৭৩.৯৫ শতাংশ।
২০২১-এর বিধানসভা নির্বাচনে কার ঝুলিতে ছিল কোন আসন?
২০২১-এর বিধানসভা নির্বাচনে এই ছ’টি বিধানসভা আসনের মধ❀্যে পাঁচটিই ছিল তৃণমূলের দখলে। একমাত্র মাদারিহাট ছিল বিজেপির। এদিকে বিগত কয়েক বছরে উপনির্বাচনে শাসকদলেরই দা♓পাদাপি দেখা গিয়েছে। তবুও মাঝে ব্যতিক্রম ছিল সাগরদিঘি। আর লোকসভা ভোটের পরে আরজি কর ইস্যুতে যে আন্দোলন হয়েছে, তাতে এই উপনির্বাচন বেশ তাৎপর্যপূর্ণ। তবে এই উপনির্বাচনে নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া ঘাসফুল শিবির।
৬ বিধানসভা আসনের উপনির্বাচনের ফল প্রকাশ আজ
গত ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ৬ বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বাংলার মোট ১৫৮৩টি বুথে সেদিন ভোটগ🐻্রহণ হয়েছিল। এর মধ্যে সিতাইয়ে ৩০০, মাদারিহাটে ২২৬, নৈহাটিতে ২১০, হাড়োয়ায় ২৭৯, মেদিনীপুরে ৩০৪ এবং তালড্যাংরায় ২৬৪টি ভোটগ্রহণ হয়েছিল। আজ এই ৬ বিধানসভা আসনের উপনির্বাচনের ফল প্রকাশ।