বামেদের সন্ত্রাসকে হার মানালো তৃণমূল। দোকান খোলার অনুমতি পেতে প্রকাশ্য বাজারে মুচলেকা পড়ানো হল বিজেপি কর্মীকে দিয়ে। শুক্রবার হুগলির বেলমুড়ি বাজারের এই ছবি ভাইরাল হয় সোশ্যাℱল মিডিয়ায়। তৃণমূলের যদিও দাবি, নিজের ইไচ্ছাতেই ওই সব করেছেন বাপ্পা কর নামে ওই মোবাইল ফোন ব্যবসায়ী।
শনিবার মোবাইলে ওই ভাইরাল ভিডিয়োর উৎস সন্ধানꦦ করতে গিয়ে জানা যায় হুগলির ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতে ঘটেছে ঘটনাটি। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর গত ২ মে থেকে বন্ধ বাপ্পা কর নামে ওই যুবকের দোকানটি। শুক্রবার রীতিমতো লাউড স্পিকারে তাঁকে বলতে শোনা যায়, ‘গত ৩ মে থেকে আমার মোবাইল দোকানটি বন্ধ আছে। দোকান খুলে দেওয়ার আবেদন জানাচ্ছি এবং আগামী দিনে তৃণমূ♋লের হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।’
এর পর স্থানীয় এক তৃণমূল নেতা ওই লাউড স্পিকারেই বলেন, ‘এলাকার তৃণমূল কর্মীদের ওপর যে অত্যাচার তিনি করেছেন তার জন্য ক্ষমা না চাইলে দলে নেওয়া সম্ভব নয়।’ এর পর প্রকাশ্যে তৃণমূল কর্মীদের কাছে ক্ষমা চান 🌜ওই যুবক।
ঘটনায় তৃণমূলের ব্যাখ্যা, ‘ওর দোকান কেউ বন্ধ করে রাখেনি।♏ লকডাউনের মধ্যে নিজেই দোকান খোলেননি উনি।’ পালটা বিজেপির তরফে জানানো হয়েছে, ‘এই ভাবে সন্ত্রাস করেই বামেরা বিলীন 😼হয়েছে। তৃণমূলের মুছে যাওয়া সময়ের অপেক্ষা।’