নিষেধাজ্ঞা অমান্য করে মত্ত অবস্থায় স্নান করতে নেমে মন্দারমণির সৈকতে তলিয়ে গেলেন কলকাতার ৫ যুবক। শুক্রবার দুপুরে এই ঘটনায় সৈকতনগরীতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করলেও ২ জন নিখোঁজ। উদ্ধার হওয়া ৩ জনের ম🎃ধ্যে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
বঙ🐽্গোপসাগরে নিম্নচাপের জেরে মন্দারমণিসহ রাজ্যের সমস্ত সৈকতে জলে নামায় নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। বিভিন্ন সৈকতে চলছে নজরদারি। সেই নজরদারি এড়িয়ে শুক্রবার দুপুরে মত্ত অবস্থায় সৈকতে স্নান করতে নামে ৫ যুবক। প্রবল ঢেউয়ে একে একে ভেসে যায় তারা সবাই। পরিস্থিতি বেগতিক বুঝে তাদের উদ্ধার করতে জলে ঝাঁপান স্থানীয়রা। নিখোঁজদের মধ্যে ৩ যুবককে উদ্ধার করতে পেরেছেন তাঁরা। তাঁদের মধ্যে নাভেদ আখতার (৩০) নামে একজনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। বাকি ২ জনের চিকিৎসা চলছে হাসপাতালে। নিখোঁজ অপর ২ যুবকের এখনো কোনও খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতার ধর্মতলা এলাকার বাসিন্দা ওই ৫ যুবক মন্দারমণি এসেছিলেন। নিম্নচাপের জেরে সমুদ্রে নামায়♔ যে নিষেধাজ্ঞা রয়েছে তা তাদের জানিয়েছিল হোটেল কর্তৃপক্ষ।
বলে রাখি, চলতি সপ্তাহে মন্দারমণির চাঁদপুর সৈকতে এক তরুণীর দেহ উদ্ধার হয়। পরে জানা যায় তাঁর বাড়ি নদিয়ার তাহেরপুরে। আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার কথা বলে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সে। পরে চাঁদপুর সৈকতে বোল্ডারের ওপর তাঁর বিবস্ত্র দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি মন্দারমণি কোস্ট🗹াল থানার পুলিশ।