সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও জামিন মিলল না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। তাঁর জামিনের আবেদন ফেরানো হল কলকাতা হাইকোর্টে। জানা গিয়েছে, মানিক ভট্টাচার্যের আইনজীবী শুক্রবার আদালতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে। এই নথিগুলি কলকাতা হাইকোর্টেꦓ এর আগে জমা দেওয়া হয়নি। সে কারণে মামলা আবার হাইকোর্টে ফেরত পাঠানো হল। উচ্চ আদালতᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে আবার নতুন করে জামিনের আবেদন করতে হবে মানিক ভট্টাচার্যকে।
নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই হাইকোর্টে জামিন পেয়েছ♌েন তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য। সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন তাঁর ছেলে সৌভক ভট্টাচার্য। কিন্তু শীর্ষ আদালতের দ্বারস্থ❀ হয়েও মানিক ভট্টাচার্যের জামিন শেষ পর্যন্ত ঝুলেই রইল। নতুন জামিনের আবেদন করতে হবে হাইকোর্টে, তেমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ফলে এখনই জেল থেকে মুক্তি মিলছে না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির।
আরও পড়ুন। ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, ভরতপুরের তৃণমূ🐻ল বিধায়কক🤡ে শোকজ কমিশনের
♐প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্য। তাঁর স্ত্রী পুত্রকেও গ্রেফতার করে ইডি। কিন্তু দুজনেই বর্তমানে জামিনে রয়েছে।
মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ, ৩২৫ জন প্রাথমিক চাকরিপ্রার্থী পরীক্ষায় ফেল করা সত্ত্বেও চাকরি পেয়েছেন। তাঁদের প্রত্যেকের কাছ থেকে এক লক্ষ টাকা করে নিয়েছেন মানিক ভট্টাচার্য। এছাড়া ১০ 🧔জন পরীক্ষার্থীকে পাশও করিয়ে দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ।
আরও পড়ুন। সকলের সামনে শহর🀅 কলকাতায় হেনস্থা তরুণীকে, প্রতিবাদ করলে মারধর তাঁর বন্ধুকে, এগিয়ে এল না কেউ!
আরও পড়ুন। শিক্ষকের অভাবে একাদশে ভরতি বন্ধ ক🤡রেছিল, বিজ্ঞপ্তি প্রত্যাহার করল বীরভূমের স্কুল
গ🅰ত ২০ এপ্রিল এই মামলার শুনানি হয়। সেই শুনানিতে আদালতে মানিক ফেল করা চাকরিপ্রার্থীদের মার্কশিট দেখতে চান। তিনি বলেন, 'ইডির চার্জশিটে দাবি করা হয়েছে ফেল করার পরেও ৩২৫ জনকে চাকরি দেওয়া হয়েছে। এক লক্ষ টাকা করে তাঁদের থেকে নেওয়া হয়েছে। ইডি বলে🃏ছে, ১৬,৫০০ জনের প্যানেলের সঙ্গে ওই তালিকা তারা মিলিয়ে দেখেছে। তা হলে ৩২৫ জনের রেজাল্ট দেখানো হোক।' পরে মানিক সাংবাদিকদের বলেন, ইডি কোনও তদন্ত না করেই ভিত্তিহীন দাবি করছে।
আরও পড়ুন। ফুটেজ পেয়েই তলব, গরহাজির, 'এঁরা কে?' রাজভবনের কাছে স্ক্রিনশট পাঠ♈াল পুলিশ
আরও পড়ুন। ‘সবে তো শুরু,’ সন্দেশখালির স্টিং ভি꧃ডিয়ো নিয়ে মুখ খুললেন শেখ শাহজ🐻াহান