ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শো কজ নির্বাচন কমিশন। ধর্মী উস্কানিমূলক মন্তব্যের জেরে এই শোকজ বলে জানা গিয়েছে। হুমায়ুন জাꦆনিয়েছেন তিনি এখনও শোকজের চিঠি হাতে পাননি। তবে বিষয়টি শুনেছেন। বিধায়ক জানিয়েছেন, শোকজ চিঠি হাতে পেলে তিনি তার জবাব দেবেন।
হুমায়ুন𒈔 কবীর জানিয়েছেন, রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ📖। তার প্রতিবাদে তিনি কিছু মন্তব্য করেছিলেন। তার মধ্যে উস্কানিমূলক কোনও মন্তব্য নেই।
মঙ্গলবার বহরমপুরের বিজেপি♋ প্রার্থী নির্মল সাহার সমর্থনে শক্তিপুরে প্রতাপ সংঘের মাঠে সভা করেন যোগী আদিত্যনাথ। রাম নবমীর দিন হিংসা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, 'রামনবমীর হিংসায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন? বাংলায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কেন🥂? উত্তরপ্রদেশ হলে উলটো করে টাঙিয়ে দিতাম। এমন অবস্থা করা হতো যেন সাত প্রজন্ম দাঙ্গা করতে ভুলে যায়।' তৃণমূল বিধায়কের দাবি, 'যোগীর সেই মন্তব্যের প্রতিবাদ করেছি মাত্র। ফলে নির্বাচন কমিশনকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত।'
আরও পড়ুন। ‘আমরা সন্দেশখালির অপরাধীღদের উল্টো করে ঝোলাব’, রানাঘাট থেকে হুঙ্কার শাহের
কী জবাব দিয়েছিলেন হুমায়ুন?
সম্প্রতি একটি বুথ সম্মেলনে হুমায়ুন কবীর বলেন, 'ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। যদি ভেবে থাকো, তোমরা ৭০ শতাংশ আর বাকি ৩০ শতাংশ মানুষ কিছু করবে না, তাহলে ভুল হবে। তোমরা কোথাও মসজিদ ভাঙলে ভেবো না যে আমাদের ছেলেরা হাত গুটিয়ে বসে থাকবে।' তাঁর⛦ এই মন্তব্যে সাম্প্রদায়িকতার উস্কানি রয়েছে বলে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনে। সেই অভিযোগের জেরে তাঁকে শোকজ করল কমিশন।
আরও পড়ুন। ভুꩲল 🍌উচ্চারণ,মোহনবাগানের নামে জুড়ল ATK, গলদ ইস্টবেঙ্গলের লোগোয়, সেমসাইড গোল BJP-র
আরও পড়ুন। ‘ক্ষমতা থাকলে করিডর, চেম্বারের ভিডিয়ো ফুটেজ প্রকাশ করুন’, রাজ্যপালকে চ্যালেঞ্জ অ🦹ꦦভিষেকের
আগেও নানা বিতর্কিত মন্তব্য
তবে এই প্রথম নয় এর আগেও বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে হুমায়ুন কবীরকে। লোকসভা ভোটে ইউসুফ পাঠানকে প্রার্থী করার তিনি প্রচারে না থাকার কথা জানান ভরতপুরের বিধায়ক। তবে পরে অ🐈বশ্য তাঁকে প্রচারে দেখা গিয়েছে। বিধায়ক জানিয়েছেন, কমিশনের শোকজের যথাযোগ্য জবাব দেবেন।