বিজেপি বিধায়কদের একটা বড় অংশ তৃণমূলে যোগদান করতে চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে⛦ দেখা করছেন। ভোটপ্রচারে বাঁকুড়ার তালডাংরায় গিয়ে এই দাবি করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। একই সঙ্গে সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে মদত করার অভিযোগ করেছেন তিনি।
আরও পড়ুন - ম💟ত্ত অবস্থায় ঘরে ঢুকে প্রতিবেশীর শ্লীলতাহানির অভিযোগ, খাস কলকাতায় গ্রেফতার সিভিক
পড়তে থাকুন - আরজি কর হাসপাতালে এবার নার্সিং ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, তুলকালা🎃ম কাণ্ড ঘটল
রবিবার তালডাংরায় তৃণমূল প্রার্থী ফাল্গুনি সিং বাবুর সমর্থনে প্রচারে গিয়ে ফিরহাদ বলেন, ‘কোথা দিয়ে ৭৭টি সিট পেয়েছিল। সেই ৭৭-এর মধ্যে অর্ধেক পালিয়ে গিয়েছে। এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে ৫০-৬০ জন বিধায়ক ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যেও অ꧑নেকে অভিষেকের সঙ্গে দেখা করছে রোজ। তারা দাবি করেছেন অভিষেকের কাছে দাদা আর বিজেপিতে থাকতে পারছি না, আমাদের নিয়ে নাও। অভিষেক বলেছে গেট বন্ধ আছে এখন আর নেওয়া 𝄹যাবে না। ’ তিনি আরও বলেন, ‘এদের সাহায্য করছে যারা তারা আগে রাজ্য চালাত। কী যেন নাম দলটার। ও হ্যা! সিপিআইএম। মাকু পার্টি। আর তাদের সঙ্গে রয়েছে এখানকার কংগ্রেস।’
আরও পড়ুন - নানুরের চণ্ডীদাস কলেজে চটুল নাচ ছাত্রছাত্রীদের, উড়ছে টাকা🍃, নবীনবরণ ঘিরে বিতর্ক
ফিরহাদের মন্তব্যের জবাবে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ বলেন, ‘ফিরহাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। উনি নিজের নিজের হিসাব মেলাতে পারছেন না। তৃণমূলের ভিতরে পিসি ভাইপোর লড়াই চলছে। ভাইপো নতুনদের দায়িত্ব দিতে চায়। পিসি তার বিরোধী। সেই লড়াইয়ে ফিরহাদের আসন টলোমলো। তাই এসব ভুলভাল বকছেন উনꦿি।’