ভারতীয় ক্রিকেট দল পার্থ টেস্টের প্রথম দিনেই বেশ চাপে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ঘরের ꦐমাঠে শুরুটা করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলই। ভারতকে ১৫০ রানে গুটি𝔉য়ে দিয়ে অজিরা ভেবেছিল এবার হয়ত জাঁকিয়ে বসবে। ভারতও বুঝিয়ে নিজেদের ঘরের মাঠে যেভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে নাস্তানাবুদ হয়েছিল, তেমন হবে। কিন্তু সেটা হয়নি।
আরও পড়ুন-ভারত মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূ🦩জারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
ভারতীয় দলের দুই ক্রিকেটার নিজেদের অভিষেকেই নজর কাড়লেন। পার্থে প্রথম টেস্টে অভিষেক হল ভারতের 🅺বোলার হর্ষিত রানার। তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর নীতীশ রেড্ডিকেও টেস্ট ক্যাপ তুলে দেন ভারতীয় দলের স্টার বিরাট কোহলি। নীতীশ এরপর সম্মান রাখেন, করেন গুরুত্বপূর্ণ সময় ৪১𒊎 রান।
আর🐓ও পড়꧑ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বাটলার! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
রবিচন্দ্রন অশ্বিন হর্ষিত রানার হাতে টেস্ট ক্যাপ দেওয়ার আগে বললেন, ‘ ভারতীয় দলের হয়ে টেস্টে খেলার সবা🎶র জন্যই একটা গর্বের ব্যাপার। এখানে আসার জন্য সবাইকে অনেক কিছু ত্যাগ করতে হয় , অনেক দৃঢ়প্রতিজ্ঞতা লাগে। আমি জানি তুমি কি কি করেছ এই জায়গায় পৌঁছানোর জন্য। বলছিলে আগের দিন যে বাবা তোমার এই ক্রিকেট জীবনের সঙ্গে। তোমার জনꦚ্য ভারতের ৩১৬তম টেস্ট ক্যাপটা, তোমায় এবং তোমার বাবাকে অনেক অনেক শুভেচ্ছা। এই ক্যাপটা পড়ে আজ তুমি এত মানুষের প্রতিনিধিত্ব করবে। তুমি শেষ ১৮ মাসে ব্যক্তিগত কি করে করে দেখিয়েছ জানো।’
আরও পড়ুন-IPL♔ নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর ক✃ারা দামি?
বিরাট কোহলি নীতীশ রেড্ডির হাতে ক্যাপ তুলে দিতে গিয়ে বলেন, ‘ আজকের দিনটা তোমার জন্য স্মরণীয় হয়ে থাকত💃ে চলেছে। তুমি এই মূহূর্তটা উপভোগ কর, সামনে পাঁচ ম্যাচের দীর্ঘ টেস্ট সিরিজ রয়েছে। তোমায় নিজের ওপর ভরসা রাখতে হবে, আর আমি প্রমিস করতে পারি সব 🎶রকমের পরিস্থিতিতেই তোমার পাশে থাকতে চাইব। তোমায় এবং তোমার পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা, ক্যাপ নম্বর ৩১৫ তোমার জন্য।’
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার কাছে T20 সিরিজে হার! এবার নয়া ব্যাটিং কোচ পাকিস্তান ক্রিক♎েটে…
ভারতীয় দলের পার্থ টেস্টের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করবে এই দুই ক্রিকেটারের পারফরমেন্সের ওপর। কারণ প্রথম ইনিংসে নীতীশ রেড্ডির সৌজন্যেই ভারতীয় দল ভদ্রস্থ এবং সম্মানজনক এক স্কোরে পৌঁছায়। হর্ষিত রানা প্রথম দিনে আপাতত ১ উইওকেট নিয়েছেন, দ্বিতীয় দিনে তিনিও চেষ্টা করবেন নামের প্রতি সুবিচার করতে।