কিছুদিন আগেই আমেরিকার নির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পরাজিত করেছেন কমলা হ্যারিসকে। ৪৭ তম আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনেꦚর ফলাফল যে একেবারেই অপ্রত্যাশিত ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন উর্বশী রাউতেলা একটি ꦺসাক্ষাৎকারে তাঁর অতীতের বিষয়ে একটি অজানা কথা জানিয়ে বললেন ট্রাম্প নাকি তাঁর প্রাক্তন বস। তিনি নাকি এই ব্যবসায়ী তথা রাজনীতিকের হয়ে কাজ করেছেন। কিন্তু এই কথাটা কি সত্যি?
ট্রাম্পকে নিয়ে কী বললেন উর্বশী?
এই সাক্ষাৎকারে উর্বশী রাউতেলা লিঙ্গ পরিবর্তন অপারেশন নিয়ে তাঁর ভাবনা চিন্তা জানিয়েছেন যা আপাতত ট্রাম্পের রাজত্বে প্রশ্নের মুখে দাঁড়িয়ে। সেখানে তিনি কথা বলতে গিয়ে জানান, 'আমি জানি অনেকেই হয়তো জানেন না কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রাক্তন বস ছিলেন। কারণ উনি মিস ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজির প্রেসিডেন্ট ছিলেন, মান🥀ে মিস ইউনিভার্স ক্রুর মালিকের সমান আর কী। তো🐠, আমরা ওঁকে খুবই ভালোবাসতাম। সমর্থন করতাম। ওঁর বিরুদ্ধে আমি কিছুই বলতে পারব না।'
এই বিষয়ে বলে রাখা ভালো ২০১৫ সালের মিস ইউনিভার্সে উর্বশী রাউতেলা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। সেই বছর তিনি মিস 🐭ডিভা মিস ইউনিভার্স খেতাব জয় করেন। এছাড়া তিনি ২০০৯ এরꦯ মিস টিন ইন্ডিয়া, আমিই সেই - মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২ সালের বিজয়ী হন।
প্রসঙ্গত এই প্রথমবার উর্বশী সবার সামনে স্বীকার করলেন যে তিনি আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে চেনেন। বা তাঁর পরিচিত। তবে এর আগে তিনি একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্পকে ভারতে আসার আমন্ত﷽্রণ বার্তা জানিয়েছিলেন।
কে কী বলছেন?
অনেকেই তাঁর এ♏ই বক্তব্য শুনে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'শো অফ করার নতুন পদ্ধতি।' কেউ আবার লেখেন, 'ব্যাপারটা মোটেই রেলিভেন্ট নয়। তবুও শোনাতে হবে তাই কায়দা করে শুনিয়ে দিল। ন্যাকামো যত।'