জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ একটি নিশ্চিত অন্তরাল পর পর নিজের অবস্থান পাল্টাꦛয়। তারফলে ꦍএকাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পান। আসন্ন সময়ে শনিদেব ও সূর্যদেব শুধু নিজের অবস্থানই পাল্টাচ্ছেন না, তার সঙ্গে সূর্য ও শনির কেন্দ্র দৃষ্টিও তৈরি হচ্ছে। আসন্ন সময়ে শনি ও সূর্য গোচর করে একে অপরের সঙ্গে ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবেন। শনি ও সূর্যের এই কেন্দ্র দৃষ্টি বহু রাশিতে বড়সড় লাভ দেবে।
ধনু
কড়া পরিশ্রমের ফল এবার পেতে থাকবেন। চাকরি যাঁরা করেন, তাঁরা অফিসে সিনিয়র কর্মীদের সাহায্য পাবেন। আপানারা এই সময় সমস্ত লক্ষ্য প্রাপ্তির জন্য চেষ্টা করবেন। ব্যবসার ফলে বহু দূরে কোথাও যেতে পারেন। এই স🌼ময় বহু সাফল্য পেতে পারেন। পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো হবে। ধন সম্পত্তি সঞ্চয় করতে পারবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। সূর্য-শনির এই দৃষ্টি সমস্ত রাশির জাতক জাতিকার জন্য বেশ লাভদায়ক হবে।
( Weight Loss: ভুঁড়🍌ির মেদ ঝরছে না? বিয়ের মরশুমে ওজন কমাতে এই ৫ উপায়ে আম🌳লকি খান)
মীন
পরিবারের সঙ্গে কোথাও যেতে পারেন। এর ফলেই আপনার দ্বারা করা কোনও কাজে সাফল্য পেতে পারেন। কেরিয়ারের দিক থেকে দারুন লাভ পেতে পারেন। সব কাজে ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। বেতন বৃদ্ধির যোগ রয়েছে। আয়ের নতুন নতুন সূত্র পেতে পারেন। সেখা👍ন থেকে হতে পারে রোজগার। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।
বৃষ
এই রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। নিজের লক্ষ্য প্রাপ্তিতে এঁরা সফল হতে পারেন। নিজের কাজে ডুবে থাকতে ভালোবাসব♛েন আরও। ব্যবসায় আপনার তৈরি রণনীতি দারুন লাভ হতে চলেছে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। সঞ্চয় করতে পারবেন আরও বেশি। প্রেম জীবন আগের থেকে ভালো হবে। সম্পর্কে আরও উন্নতি হবে।
কোন সময়ে হবে এই কেন্দ্র দৃষ্টি: জ্যোতিষমতে বলা হচ্ছে ৪ ডিসেম্বর। দৃক পঞ্চাঙ্গ অনুসারে ৪ ডিসেম্বর রাত ৯ টা ৪৫ মিনিটে শনি সূর্যের এক এক ডিগ্রিতে অবস্থান করবে। এমন এক অবস্থানের ফলে দুই গ্রহ কেন্দ্র দৃষ্টি তৈরি করবে। তা♔রফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যত🔴া নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস✱্তান টাইমস বাংলা।)