ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত। আইপিএলের ন🎉িলামের ঠিক দুদিন আগেই সমস্যায় পড়ে গেলেন এই ক্রিকেটার। সময়টা তাঁর সত্যিই খারাপ যাচ্ছে, কারণ কয়েকদিন আগেই তিনি নিজের দলের অধিনায়কত্ব হারিয়েছেন সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতায়। এবার শাস্তির কোপও ঝুলছে তাঁর ওপর।
আরও পড়ুন-ভারত মনে রাখেনি তো ﷽কি হয়েছে! অজি ♐তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
রাজস্থান ক্রিকেট দলের অলরাউন্ডার, আইপিএলের চেনা মুখ দীপক হুডা। তিনি এবার বিসিসিআইয়ের আতস কাঁচের তলায়। বিসিসিআইয়ের সন্দেহভাজন বোলারদের তালিকায় রাখা হয়েছে দীপক হুডাকে। তাঁকে যদিও এখনই বোলিং করা থেকে নিষিদ্ধ করছে না বিসিসিআই, তিনি একাই নন তা🦩ঁর সঙ্গে রয়েছেন আরও বেশ কয়েকজন ক্রিকেটার।
আরও পড়ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বাটলার! ভারতীয় পন্ত-শ▨্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
এক সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী মণীশ পাণ্ডে, শ্রীজিথ কৃষ্♚ণনকে বোলিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে রাজস্থানের অফ স্পিনার দীপক হুডা, সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পাকে বিসিসিআইয়ের সন্দেহের লিস্টে রাখা হয়েছে। অর্থাৎ তাঁদের বোলিং অ্যাকশনের ওপর নজর রাখবে বিসিসিআই। এক্ষেত্রে আম্পায়াররাও নজর রাখবেন।
আরও পড়ুন-IPL নিলামে শামি♌ পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে প🌃ারেন আকাশদীপও! বাংলার আর কারা দামি?
দীপক হুডাকে এবারের আইপিএলের আগে ছেড়ে দেওয়া হয়েছিল। ব্যাট হাতে তেমন বড় কিছু ▨করে দেখাতেও পারেননি তিনি। ১১ ম্যাচে করেছিলেন ১৪৫ রান। জাতীয় দলের হয়ে দশটি ওডিআইতে ১৫৩ রান করেছেন তিনি। ২১টা টি২০ ম্যাচেও হুডা খেলেছেন জাতীয় দলের জার্সিতে, তিনি করেছেন ৩৬৮ রান। ২০২৩ সালে জাতীয় দলের জার্সিতে শেষবার খেলেন তিনি।
আরও পড়ুন-অস্ট্রেল💙িয়ার কাছে T20 সিরিজে হার! এবার নয়া ব্যাটিং কোচ পাকিস্তান ক্রিকেটে…
বিসিসিআইয়ের তরফে ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার, ভারতীয় বংশদ্ভুত পেসার সৌরভ নেত্রভালকর এবং হার্দিক তামোরেকে আইপিএলের মেগা আইপিএলে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের আইপিএল শুরু হবে ১৫ মার্চ, ফাইনাল ৩১ মার্চ। ২০২৭ সালের আইপিএল শুরু ১🀅৪ই মার্চ, চলবে ৩০ মে পর্যন্ত।