Chill Guy in Cryptocurrency: সোশ্যাল মিডিয়া যারা করেন, তারা সকলেই হয়ত 'চিল গাই' মিম দেখেছে🦩ন। একেবারে সোশ্যাল মিডিয়া না করলে আলাদা কথা। ধূসর সোয়েটার, রোলড-আপ ব্লু জিন্স এবং লাল স্নিকার্স পরা অ্যানামরফিক ব্রাউন কুকুরটি ইন্টারনেটে আসার পর থেকেই ঝড় তুলেছিল। মিমটি বর্তমানে ক্রিপ্টোকারেন্সির বাজারেও আধিপত্য বিস্তার করছে। একটি ক্রিপ্টোর টোকেন হিসেবেও ব্যবহৃত হচ্ছে এটি। ফিলিপ ব্যাঙ্কস 'চিল গাই' মিমটির আর্টিস্ট। ক্রিপ্টোসংযোগের পর থেকেই তিনি নারাজ। সম্প্রতি সংবাদমাধ্যমকে তিনি বলেন, এবারে তিনি এর কপিরাইট দাবি করবেন। কারণ তিনি চান না, তাঁর কাজ ক্রিপ্টোতে ব্য়বহৃত হোক। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি কখনই আমার শিল্পকে ক্রিপ্টো-সম্পর্কিত কিছুর জন্য ব্যবহার করার অনুমতি দেব না’
আরও পড়ুন - ইচ্ছে✤ থাকলেই উপায় হয়! ইউটিউব থেকে পড়ে পুলিশের চাকরি পেলেন UP-র ২৬ জন
হু ইজ 'চিল গাই'
'চিল গাই' একটি ধূসর সোয়েটার, রোলড-আপ ব্লু জিন্স এবং লাল স্নিকার্স পরা একটি অ্যানামরফিক বাদামী কুকুর। শীতল কুকুরটির মুখে একটি মিচকি হাসি রয়েছে। তার সামনের পা দুটো সাবধানে পকেটের ভিতরে ঢ🌊োকানো রয়েছে। লম্বা গোলাকার মুখ ও নজরকাড়া চাহনির জন্য়ই নেটিজেনদের মধ্যে 'চিল গাই' সারা ফেলেছে।
কী বলছেন শিল্পী
ফিলিপ ব্যাঙ্কস 'চিল গাই' মিমের শিল্পী। সংবাদমাধ্যমকে তিনি বলেন ২০২৩-এ ৪ অক্টোবর তিনি প্রথম ছবিটি পোস্ট করেছিলেন। 'চিল গাই'-এর রিলের ক্যাপশনে এই সম্পর্কে কয়েকট📖ি লাইন লেখা ছিল — ‘আমার নতুন চরিত্র। তার পুরো ব্যাপারটি হল তিনি সেই শিশু লোক যে লোককে সমস্যায় ফেলে না।’
আরও পড়ুন - ৪ ব্যায়ামের কামাল, ও🐭জন কমল ২০ কেজি! মেদ ঝরানোর মন্ত্র দিল ইনস্টা 💮সেলেব
জনপ্রিয় সোশ্যালে
ইন্টারনেটে 'চিল গাই'কে এরপর হাজার হাজার ভিডিয়ো এবং ছবি হয়েছে। প্রায় সবকটিই নেটিজেনদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু মিমটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে CHILLGUY নামক একটি ক্রিপ্টো টোকেন বাজারে এসে গিয়েছে। CoinMarketCap অনুসারে, মিম থেকে অনুপ্রাণিত ওই ক্রিপ্টো কয়েনটির মোট বাজার মূল্য🌳 ৪০০ মিলিয়ন ডলারের বেশি । আবার স্প্রাইট ইউরোপ, মার্চ ম্যাডনেস এবং সিবিএস, এনএফএল-এর মতো অনেক ব্র্যান্ড তাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজ্ঞাপনে চিল গাই-র মিম ব্যবহার করেছে। এই হেন পরিস্থিতিতেই খেপে উঠেছেন মিমটির শিল্পী ফিলিপ ব্যাঙ্কস। তিনি এবার কপিরাইট দাবি করার কথা বিবেচনা করছেন। এই প্রসঙ্গেই তিনি বলেছেন কোনো ক্রিপ্টো-সম্পর্কিত প্রকল্পে🅰র জন্য তিনি তার মিমের ব্যবহার অনুমোদন করবেন না।