পর্দায় তিনি গী𝓰তা এলএলবির দাদিশাশুড়ির চরিত্রে অভিনয় করছেন। আর এই প্রজেক্টের জন্য তাঁকে রোজ দমদম থেকে সোনারপুরে অর্থাৎ গীতা এলএলবির সেটে যেতে হয়। এই অসুস্থ শরী💯র নিয়েও এখনও কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু কেন?
কী জানিয়েছেন বাসন্তী চট্টোপাধ্যায়?
এই বয়সে অসুস্থতা নিয়েও ক🐭াজ চালিয়ে যাওয়া প্রসঙ্গে বাসন্তী চট্টোপাধ্যায় আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎ♔কারে জানিয়েছেন, 'এটা আমার কাছে একটা নেশার মতো, যেমনটা বিকেলে চা খাওয়া একটা নেশা। শ্যুটিং না থাকলে মনে হয় কী করব? আসলে শ্যুটিংয়ে গেলে মন ভালো থাকে। সকাল ১০টা বাজলেই মনে হয় শ্যুটিং যাই।' তাঁর মতে শ্যুটিং বা তাঁর এই কাজ তাঁর ভালো থাকা।
বাসন্তী চট্টোপাধ্যায় এদিন আরও জানান, 'অনেক ওষুধ খাই ভালো থাকার জন্য। শ্যুটিংয়ে এলেও মন ভালো থাকে। আর ওরা সবাই আমার খুব খেয়াল রাখে। চোখে চোখে রাখে।' কিন্তু কিছু মাস আগেই যে তিনি অসুস্থ হয়েছিলেন এখন কেমন আছেন? এই বিষয়ে বর্ষীয়ান অভিনেত্রী জানিয়েছেন, ' বাড়ির কোনও কাজই আমি করতে পারি না। পরিচারিকা আছে। ওই সব করে। আমি সামান্য চা করতে পারি না। হাত কাঁপে। ওই আমায় সুস্থ করে তুলল। ও না থাকলে আমিও নেই। অসুস্থ হয়েছিলাম যখন আমার বেড সোর হয়েছিল। আর সেবাতেই ঠিক হয়ে𒈔ছি।'
প্রসঙ্গত বাসন্তী চট্টোপাধ্যায়ের ক্যানসার আছে। বুকে পেসমেকার বসেছে। একটি কি🃏ডনিও খারাপ। এই বছর মার্চ মাসে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তবে ওষুধ খেয়ে তিনি ঠিক আছেন। একই সঙ্গে খাবারের ক্ষেত্রেও অনেক মেপে, বুঝে খান। ভাজাভুজি এক আধ দিন খেলেও, ডাল, দানা জাতীয় খাবার খান না। তেল মশলা ছাড়া খাবার খান।
আরও পড়ুন: ঋত্🔯বিকের ছেলের ভূমিকায় এবার পরমব্রত? সৃজিতের হাত ধরে বড় পর্দায💮় আসছে ব্রাত্য বসুর নাটক!