আর মাত্র দু-দিনের অপেক্ষা। সোমবার থেকে জি বাংলরা পর্দায় শুরু হচ্ছে ‘মিত্তির বাড়ি’। এই মেগার সঙ্গেই ফিরছেন ‘মিঠাই’ অভিনেতা আদৃত রায়। মিঠাই শেষ হওয়ার পর দেড় বছর খোঁজ মেলেনি নায়কের। একটি ছবি কাজ শুরু হলেও তা আটকে যায়। সব মিলিয়ে দীর্ঘ অপেক্ষার পর উচ্ছেবাবুকে ফের টিভির পর্দায় দেখবে তাঁর অনুরাগীরা। আরও পড়ুন-২৮ বছরের ছোট বঙ্গললনাতে মজ🌜ে এ আর রহমান? তাঁর জন্যই বউকে ডিভোর্স? মুখ খুললেন মোহিনী
এই ধারাবাহিকে আদৃতের নায়িকা হিসাবে দেখা মিলবে 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর ছোট 'ইন্দু' অর্থাৎ পারিজাত চৌধুরীর। প্রোমো সামনে আসার পর থেকেই চলছে কাটাছেঁড়া, সৌমিতৃষার সঙ্গে তুলনা টেনে অনেকেই আদৃতের পাশে পারিজাতক ‘বেমানান’ বলছেন। কটাক্ষে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। এর মাঝেই সিরিয়ালের প্রচারে একফ্রমে 🤡ধরা দিলেন আদৃত-পারিজাত। সেখানে দুজনের রসায়নের ঝলক খানিক সামনে এল।
মিত্তির বাড়ি-তে আই෴নজীবী ধ্রুবর চরিত্রে রয়েছেন আদৃত। নায়িকার চরিত্রের নাম জোনাকি বিশ্বাস। যদিও নায়ক বলছেন, জোনাকি বিশ্বাসকে একবিন্দু বিশ্বাস করেন না তিনি। এদিন নতুন নায়িকাকে প্রশ্নের মুখে দাঁড় করালেন আদৃত। ইন্ডাস্ট্রির অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে কাজ করে কেমন অভিজ্ঞতা পা𝓀রিজাতের? হাসিমুখে জবাব এল, ‘ওহ যেমনটা বলল আমাদের সিরিয়ালে তাবড় তাবড় অভিনেতারা কাজ করছেন। আমি তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমার নায়কটাও খুব ভালো, তার থেকেও আমি অনেককিছু শিখছি’।
ধ্রুবর চরিত্র ফুটিয়ে তুলতে গিয়ে প্রচণ্ড নার্ভাস আদৃত। অভিনেতা বললেন, ‘আমার খুব টেনশন হচ্ছে, আমি চরিত্রটা করতে পারছি না। রাখি ম্যামের লেখা কোনও চরিত্র করার আগে আমি খুব টেনশন করি। উনি আমার কা♕ছে আর্শীবাদ। এটা🌃 আমার কাছে ঘরে ফেরার মতো, দেড় বছর আগে জি বাংলা থেকে বেরিয়ে আবার জি বাংলাতেই ফিরে এসেছি…..’।
এই মেগা প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিরিয়ালে দেখা মিলবে দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, শংকর চক্রবর্তীর মতো অভিজ্ঞ কলাকুশলীদের। সোমবার থেকে রাত🍸 ৯টায় অর্থাৎ ডায়মন্ড দিদি জিন্দাবাদের স্ল♋টে সম্প্রচারিত হবে এই মেগা।
আরও পড়ুন-নায়িকার মুখ বদলেও লাভ হল না! গৃহপ্রবেশের আগমনে ১১ মাসেই বন্ধ হচ্ছে♏ জলসার এই মেগা
নূরজাহান, প্রেম আমার ২-এর মতো একাধিক বাংলা ছবিতে লিড রোলে কাজ করেছেন আদℱৃত। যদিও মিঠাই ধারাবাহিকের সুবাদে তাঁর ভাগ্য ফেরে। রাতারাতি দর্শক𒉰দের মনের মণিকোঠায় জায়গা পান অভিনেতা। তাঁর এই ইনিংস কতটা সফল হবে, এখন সেটাই দেখবার।