তারকাদের প্রেমের গল্প, অনেক সময়ই হতবাক করে ভক্তদের। সিনেমার মতোই যেন উত্তেজক, মিষ্টি কাহিনি জুড়ে থাকে সেগুলোর পিছনে। এই দুই বলিউড তারকার গল্প একদম আলাদা। মে🙈য়েটি ছেলেটর থেকে ܫবয়সে ৮ বছরের বড়। এমনকী, হিন্দি ধারাবাহিকে ছেলেটির মায়ের চরিত্রে অভিনয় করেন। আর অবাক করা ব্যাপার হল, সেই ধারাবাহিকের সেটেই হয় ম দেওয়া-নেওয়া। আপাতত বিয়ে করে চুটিয়ে সংসার করছেন। আছে পুত্র সন্তানও।
এই দুই তারকা হলেন কিশ্বর মার্চেন্ট ও সুয়াশ রাই। দুজনের একসঙ্গে কাজ ছিল ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রচারিত সিরিয়াল 'পেয়ার কি ইয়ে এক কাহানি'। এখানেই সুয়াশের মায়ের চরিত্রে দেখা গিয়েছিল কিশ্বরকে। কেউ কখনো হয়তো ভাবেননি🐼 দর্শকরা যে, পরবর্তীতে তাঁরা প্রেম শুধু করবেন না, সংসারও বাঁধবেন।
আরও পড়ুন: মুছে দিলেন অন♏্তরঙ্গ ছবি, করলেন এক💦ে-অপরকে আনফলো! প্রেম ভাঙল রাজা-অনন্যার? বাড়ল জল্পনা
সম্প্রতি, দেবিনা বন্দ্যোপাধ্যায়ের পডকাস্ট শো-তে এসে কিশ্বর জানান যে, প্রথমে সুয়াশের সঙ্গে বিয়েতে মত ছিল না পরিবারের। তিনি মুসলিম, ছেলে হিন্দু, এটা সমস্য়ার কারণ হয়নি। বরং, সমস্যা হয়েছিল কিশ্বর ꦦবয়𝕴সে সুয়াশের থেকে ৮ বছরের বড় হওয়ার কারণে।
আরও পড়ুন: 'ব্রাহ্মণদের উপরে প্রস্রাবꦺ করি..', মন্তব্যে বিপাকে অনুরাগ! শেষমেশ চাইলেন নি🤡ঃশর্ত ক্ষমা
কিশ্বরকে বলেন, ‘আসলে আমি ♛ওর চেয়ে বয়সে ৮ বছরের বড়। তাই একটা ছোট সমস্যা হয়েছিল আমার শাশুড়ির মেনে নিতে। আমি এখন মা হওয়ার পর বুঝতে পারি। আমার ছেলে হঠাৎ একদিন এসে বলল, মা আমি এই মেয়েকে বিয়ে করব, ও আমার চেয়ে বয়সে এত বড়। আমিও হয়তো এরকম ভাবেই অবক হব!’ তবে কিশ্বর আরও জানন যে, সুয়াশই বাড়িতে মা-বাবাকে রাজি করিয়েছিলেন। পরবর্তীতে আর এই নিয়ে কোনো সমস্যাও হয়নি।
আরও পড়ুন: কালার্সে আর আসবে না বিগ বস ও খতরো কে খিলাড়ি? কোꩲন চ্য়ানেলে চলে যাচ্ছে? মাথায় হাত দর্শকের
করোনা লকডাউন চলাকালীন প্রথম সন্তানের জন্ম দেয় সুয়াশ আর কিশ্বর। ৪০ পেরিয়ে মা হন অভিনেত্রী। আপাতত মাতৃত্বকালীন বির♒তিতে আছেন কিশ্বর। সুয়াশকে অবশ্য টিভি-ওয়েব সিরিজে দেখা যায় মাঝেমাঝেই।