পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্ট নম্বরের মতো তথ্য আপস করা হয়ে থাকতে পারে, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি) রাজ্য সরকারকে 🍌সতর্ক করেছে।
তৃণমূল কংগ্রেস সরকার এনিয়ে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের আধিকারিক💜 এবং জেলা প্রশাসনকে পোর্টালের নিরাপত্তা জোরদার করার💞 নির্দেশ দেয়।
সরকারের জারি করা নোটিশে বলা হয়েছে, 'এনআইসি কন্যাশ্রী পোর্টালে সম্ভাব্য সুরক্ষা লঙ🐼্ঘনের বিষয়টি চিহ্নিত করেছে, যা নির্দিষ্ট স্টেকহোল্ডারদের অ্যাকাউন্টের সাথে আপস করতে পারে।
কয়েকদিন আগেই সাইবার অ♚পরাধীরা রাজ্য সরকারের আরেকটি প্রকল্প তরুণের স্বপ্নের উপর হানা দিয়েছিল, যেখানে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্যাব এবং স্মার্টফোন কেনার জন্য বরাদ্দ তহবিলের একাংশ অন্য অ্যাকাউন্টে পাচার করা হয়েছিল।
পড়ুয়াদের ট্যাব ও স্মার্টফোন দিতে রাজ্য সরকার প্রায় ১৬০০ কোটি টাকা খরচ করেছে। সাইবার অপরাধীদের দ্বারা জাল অ্যাকাউন্টগুলিতে প্রায় ২ কোটি টাকা পাচার করা হয়েছে। ত𒁃দন্ত চলছে। রাজ্য সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
কন্যাশ্রী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা ২০১৩ সালে চালু হয়েছিল। এই ಞপ্রকল্পের অধীনে, অষ্টম শ্রেণি বা তার বেশি বয়সি বা ১৩ থেকে ১৮ বছর বয়সি মেয়েরা স্কুলে থাকা এবং অবিবাহিত হওয়ার জন্য প্রতি বছর ১০০০ টাকা করে পায়। এককালীন ২৫ হাজার টা🎀কা অনুদানও পান তাঁরা।
সরকারের অ্যাডভাইজরিতে কর্মকর্তাদের ক্ষতিগ্রস্থ সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুনরায় সেট করতে বলা হয়েছে, অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং অন্যান্য সফ্টওয়্যার 🎐আপডেট করা হয়েছে, প্রভাবিত সিস্টেমগুলি থেকে কোনও অননুমোদিত বা উত্তরাধিকার সফ্টওয়্যার সরানো হয়েছে, ফায়ারওয়াল সক্ষম করা হয়েছে এবং উপযুক্ত অ্যান্টি-ম্যালওয়্যার এবং অ্যান্টি-রানসমওয়্যার ইনস্টলেশন করা হয়েছে এবং নিয়মিত সিস্টেম ♏স্ক্যাম কার্যকর করা হয়েছে তা নিশ্চিত করতে বলা হয়েছে।
এদিকে কন্যাশ্রী বরাবরই মুখ্যমন্ত্রীর কাছে স্বপ্নের প্রকল্প। তিনি গানও লিখেছেন এই কন্যাশ্রীকে নিয়ে।&�𓃲�nbsp;
বেশ কিছুদিন আগে ঝাড়গ্রামের রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠে গিয়ে♍ছিলেন মমতা। সেখানে ছাত্রীরা তাঁকে শুনিয়েছিলেন, আমি কন্যা কন্যা আমি কন্যাশ্রী। আমি ভাগ্য, আমি ভাগ্য, ভাগ্যশ্রী, আমি যশ যশ যশশ্রী, আমি ভূমি ভূমি ভূমিশ্রী…গাইলেন শিক্ষিকা। সেই গানের তালে তাল মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর একসময় তিনি বলেন, আচ্ছা বলুন🌌 তো এই গানটি কথা আর গীতিকার কে? হেসে ফেলেন গায়িকা। তিনি বলেন, আপনার লেখা।
তবে কি সেই কন্যাশ্রী প্রকল্পের দিকেওꦯ এবার নজর দিচ্ছে সাইবার দুষ্কৃতীরা?