বর্ডার গাভাসকর ট্রফির প্রথম দিন যেন ছিল বোলারদের রাজত্ব করার দিন। ১ দিনে পড়ে মোট ১৭টা উইকেট। ফলে ম্যাচ যে টানটান রুদ্ধশ্বাস ছিল সেকথা আর বলার অপেক্ষা রাখে না। ঘাসের বাউন্সি ট্র্যাকে ব্যাটাররা বুঝতেই পারলেন না বোলারদের কীভাবে সামলাবেন💜। ব্যতিক্রম অবশ্য রয়েছেন পন্ত, নীতীশ রেড্ডি। তবে সামগ্রিকভাবে ব্যাটাররা ব্যর্থ।
আরও পড়ুন-ভারত মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পཧূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
ভারত বনাম অস্ট্রেলিয়ার পার্থ টেস্টের প্𒁃রথম দিনে ১৭টা উইকেট পড়েলও উইকেট ব্যাটিং সহায়ক একদম নয়, না মানতে নারাজ পেসার মিচেল স্টার্ক। বল হাতে তিনি অবশ্য ভারতের বিরুদ্ধে ২ উইকেট নিয়েছিলেন। তিনি বলছেন, ম্যাচ যত গড়াবে তত ব্যাটাররাও উইকেট থেকে সাহায্য পাবে। ব্যাট করতে সুবিধা হবে খেলোয়াড়দের।
আরও পড়ুন-অজি স্টার্ক থেকে 𝄹ইংরেজ বাটলার! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
মিচেল স্টার্ক উইকেট থেকে বাড়তি সুবিধার কথা না মানলেও তিনি বলছেন, ‘আমার মনে হয় এখানে আজকে ভালোই বোলিং হয়েছে। হ্যা এটা ঠিট যে অনেক💧গুলো উইকেট পড়েছে, দেখে মনে হচ্ছিল যেন হার্ডবল ক্রিকেট খেল𒁃া হচ্ছে। বল যখন নরম হয়ে গেছিল তখন আর তেমন বোলারদের সুবিধা হয়নি, নতুন বল নিয়েও তেমন লাভ হয়নি ’।
আরও প💧ড়ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর কারা দামি?
স্🃏টার্ক আরও বলছেন, ‘এখানে যদি বড় রান হত তাহলেই প্রশ্ন উঠত বোলারদের নিয়ে। যখন বোলাররা উইকেট নিয়েছে তখন সবাই বলছে উইকেটটা কঠিন ছিল। কিন্তু যখন দুই দলের বোলাররা ভালো বোলিং করে থাকে, তখন তো তার ক্রেডিটও দুই দলের বোলারদেরও প্রাপ্য ভালো বোলিং করার জন্য ’।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার কাছে T20 সিরিজে হার! এবার নয়া ব൲্যাটিং কোচ পাকিস্তান ক্রিক⛦েটে…
ভারতীয় দল অবশ্য এক্ষেত্রে অস্ট্রেলিয়ান বোলারদের থেকে প্রথম দিনে বোলিংটা বেশিই ভালো করেছে। সেই কারণেই ৬৭ রানের মধ্যে ৭ উইকেট পড়ে গেছে অꦚজিদের। এই ধারা যদি দ্বিতীয় দিনের সকালে ধরে রাখতে পারে টিম ইন্ডিয়া তাহলে যে ভারতীয় দল ভালো কিছু করে দেখাতে পারে তা বলাই যায়। তবে তাঁর জন্য বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও রান করতে হবে।