আজ, বুধবার কাঁচরাপাড়ার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আর এই অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গেল কয়েকটি ঘর। এমনকী ৯টি দোকানও ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর মিলেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাচ্ছে দমকলের চারটি ইঞ্জিন। প্রয়োজনে আরও দমকল নিয়ে আসা হতে পারে বলে জানানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছেন কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ক꧂মল অধিকারী।
ঠিক ♔কী ঘটেছে কাঁচরাপাড়ায়? স্থানীয় সূত্রে খবর, আজ বুধবার ভোররাতে আগুন লাগে কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডে। এখানের ঝিলপার পান বস্তিতে আগুন লাগায় তা ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় দাউদাউ করে জ্বলতে থাকে ঘর। কয়েকটি দোকানেও আগুন লেগে গেলে তা ভস্মীভূত হয়ে যায়। বস্তির লোকজনই প্রথমে আগুন নেভানোর কাজে জল নিয়ে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু আগুনের বিধ্বংসী চেহারা দেখে খবর দেওয়া হয় দমকলে।
আর কী জানা যাচ্ছে? এই আগুন লাগার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। তারপর জলের চরম ফোর্স দিয়ে নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় আগ꧒ুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। তবে কেমন করে এই আগুন লেগেছে সেটা এখনও জানা যায়নি। তবে অন্তত ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। কয়েকটি ঘরও পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের তীব্রতা দেখে ব্যাপক꧒ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
দমকল ঠিক কী তথ্য পেয়েছে? দমকল সূত্রে খবর, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তবে এখনও সবটা বোঝা যাচ্ছে না। কারণ আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। অ𓄧নেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে। গোটা ঘটনার তদন্ত করা হবে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর।
এই খবরটি আপন𝔍ি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup