এবার বছরের শুরুতেই অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল বাংলা। পাটের গুদামে বিধ্বংসী আগুন লাগল। আর তার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। সোমবার বেশি রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সোহারইয়ের মণিপাড়া এলাকায়। গুদামে থাকা পাট– সহ দুটি লরি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ এবং ♈দমকলের দুটি ইঞ্জিন। তবে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আরও পাঁচটি দমকলের ইঞ্জিন নিয়ে আসা হয়।
ঠিক কী ঘটেছে রায়গঞ্জে? স্থানীয় সূত্রে খবর, আগুনের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে, দমকলের মোট সাতটি ইঞ্💧জিন লাগে আগুন 💫নিয়ন্ত্রণে নিয়ে আসতে। এই অগ্নিকাণ্ডে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলার পাশাপাশি মালদা জেলা থেকে মোট ৭টি দমকল ইঞ্জিন নিয়ে আসতে হয় সেখানে। এই আগুনের লেলিহান শিখা নেভাতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় দমকলকর্মীদের।
আর কী জানা যাচ্ছে? সূত্রের খবর, বিধ্বংসী আগুনে ভস্মীভূত হ🌳য়ে যাওয়া গুদামে মজুত করা ছিল বিপুল পরিমাণ পাট। এমনকী সেখানে কিছু দাহ্য বস্তুও রাখা ছিল। তবে কেন রাখা ছিল? তা নিয়ে কেউ মুখ খুলছেন না। এই আগুনের লেলিহান শিখা পাশের একটি কারখানাতেও ছড়িয়ে পড়ে। তখন ঘটনাস্থলে মোতায়েন ছিল রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। আগুনের ঘটনায় ব্যাপ🌺ক আতঙ্ক এলাকায়। শীতের রাতে আগুন🎐 লাগার ঘটনায় তোলপাড় অবস্থা হয়ে ওঠে।
ঠিক কী বলছে দমকল? এখানে কেমন করে এই বিধ্বংসী আগুন লাগল তা এখনও জানা যায়নি। উত্তর দিনাজপুর জেলার ডিভিশনাল ফায়ার অফিসার স্বপনকুমার দাস বলেন, ‘উত্তর দিনাজপুর জেলার সবকটি ফায়ার–স্টেশন সহ মালদা জেলা থেকেও দমকলের ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে মাঝরাত পেরিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে এই আগুন লেগেছে তা এখনই বোঝা সম্ভব নয়। তবꦬে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’