আজ, বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ ২৪ পরগনার সাগরের বামনখালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান। এখানে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুনের তীব্রতা বেড়ে যা🎐য়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। সেখানে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করছে। পুলিশও দমকল কর্মীদের সঙ্গে নিয়ে তৎপরতা দেখিয়েছে।
ঠিক কী ঘটেছে বামনখালিতে? স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের জামিরগাছি সেতুর কাছে কাঠ মিলে ভয়াবহ আগুন লাগে। বৃহস্পতিবার ভোররাতে হঠাৎ এই কাঠ মিল দাউদাউ করে জ্বলতে থাকে। ♊এরপরই স্থানীয়রা খবর দেয় কাশীপুর থানায়। কাশীপুর থানার পুলিশ খবর দেয় দমকলে। তারপর দমকল এসে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায෴়নি।
কী তথ্য পেয়েছে দমকল? প্রাথমিক তদন্তে দমকল কর্মীদ♈ের দাবি, মিটার বক্স থেকে আগুন লাগতে পারে। পাশে খাল থাকায় জলের সমস্যা হয়নি। অনুমান করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে। একটি চায়ের দোকানে বেআইনিভাবে মজুত গ্যাস সিলিন্ডারেই প্রথমে আগুন লাগে। সেই ꧒আগুন দ্রুত পাশের🌳 দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। ১২টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কিছু দোকান।
আর কী জানা যাচ্ছে? সূত্রের খবর, বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দমকলের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েক লক্ষ টাকা ক্ষয়ক🐼্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার পর সকালে ঘটনাস্থলে য☂ান সুন্দরবন উন্নয়নমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মন্ত্রী।