দেবের হেলিকপ্টার বিপর্যয়ের কথা শুনে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বলে জানালেন হিরণ। শুক্রবার ঘাটালের বিজেপি প্রার্থী দাবি করেন, উড়ানের মিনিট পাঁচেকের মধ্যেই ধোঁয়া দেখা দেওয়ায় দেবের হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে শুনে চিন্তিত হয়ে পড়েছিলেন। উদ্বিগ্ন হয়ে পুরো বিষয়টি নিয়ে খোঁজখবর নেন। জানতে পারেন যে বড় কোনও বি🔴পদ ঘটেনি। সুস্থভাবেই হেলিকপ্টার থেকে নেমে এসেছেন ঘাটাল লোকসভা কেন্দ্রে হিরণের প্রতিদ্বন্দ্বী তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব। আর সেজন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন হিরণ। তিনি জানান, ঈশ্বরের কাছে তিনি কৃতজ্ঞ যে দেবকে রক্ষা করেছেন। দেবকে বাঁচিয়ে দিয়েছেন। ঈশ্বরের কাছে তিনি এই প্রার্থনাই করতে যান যে ঈশ্বর যেন সবসময় দেবকে এভাবে রক্ষা করেন।
দেবের হেলিকপ্টারে ঠিক কী হয়েছিল?
ঘাটালে নিজে ভোটে লড়াই করলেও তৃণমূলের কথায় তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে যাচ্ছেন। নিজের কেন্দ্রের পাশাপাশি অন্যান্য আসনে লไড়াই করা তৃণমূল প্রার্থীদের হয়েও প্রচার সারছেন দেব। সেজন্যই শুক্রবার মালদায় যান অভিনেতা। সেখানে প্রচার সেরে মুর্শিদাবাদের রানিনগরের কাছে একটি জায়গায় যাওয়ার জন্য রতুয়া স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে চড়েন। কিন্তু উড়🌟ানের পাঁচ মিনিটের মধ্যেই ধোঁয়া দেখা যায়। তার জেরে জরুরি ভিত্তিতে মালদা বিমানবন্দরে ওই হেলিকপ্টারটিকে অবতরণ করানোর সিদ্ধান্ত নেন পাইলট।
সেই পরিস্থিতিতে কিছুটা বিচলিত হয়ে পড়েন দেব। একটা বড় ফাঁড়ার মুখে পড়ার পরে নতুন করে আর হেলিকপ্টারে উঠতে চাননি। বরং সড়কপথেই রানিনগরের উদ্দেশে রওনা দেন।♏ পাইলটের প্রশংসা করার পাশাপাশি দেব বলেন, ‘মৃত্যুকে কাছ থেকে দেখলাম।’ সেইসঙ্গে তিনি বলেন, 'বাবা-মা'র আশীর্বাদ, বাংলার মানুষের আশীর্বাদে (বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি)।'
দেবের হেলিকপ্টার বিভ্রাট নিয়ে মমতা ও বিজেপি
ঘাটালে🧜র তৃণমূল প্রার্থীর হেলিকপ্টার বিভ্রাটের খবর পেয়ে তাঁকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জনসভা থেকে মমতা জানান, যখন রতুয়া স্টেডিয়াম থেকে দেবের হেলিকপ্টার উড়েছিল, তখন ধোঁয়া-ধোঁয়া গন্ধ নাকে আসছিল। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই প্রায় আগুন লেগে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সঙ্গে তিনি যোগ করেন, এখন বিভিন্ন ঘটনা ঘটছে। কাউকে ভালো থা🐓কতে দেবে না বিজেপি।
পালট🃏া বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য দাবি করেন, দেবের হেলিকপ্টারে কী বিভ্রাট হয়েছিল, তা জানেন না। কিন্তু মমতা যে চোখে সর্ষে ফুল দেখছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেজন্যই চারিদিকে পদ্মফুল খুঁজে ཧবেড়াচ্ছেন বলে কটাক্ষ করেন শমীক।