আবাস যোজনায় ভুরি ভুরি দুর্নীতির মধ্যে এবার প্রকাশ্যে এল এক চরম উদাহরণ। সরকারি ট🐟াকায় তৈরি বাড়িতে ‘হোম স্টে’ খুলে বসলেন এক রেশন ডিলার। উত্তর ২৪ পরগনার টাকিতে ইছামতী নদী তীরবর্তী এলাকায় তৈরি হয়েছে তিন তলা বাড়ি। নাম রেখেছেন ‘ইচ্ছে ডানা’। মানস দাস নামে ওই ব্যক্তিকে হোম স্টে তৈরির কোনও অনুমতি দেওয়া হয়নি বলে দায় ঝেড়েছেন পুরসভা। প্রশ্ন উঠছে, যার বাড়ি দরকার নেই তার নামে কী কর꧋ে বরাদ্দ হল আবাস যোজনার বাড়ি?
টাকি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ‘ইচ্ছে ডানা’ হোম স্টে নিয়ে এখন বিতর্কের অন্ত নেই। অভিযোগ মানস দাস নামে স্থানীয় এক রেশন ডিলারের নামে বরাদ্দ হয়েছিল আবাস যোজনার বাড়ি। ২০১৯ – ২০ সালে বরাদ্দ হওয়া সেই বাড়ি মাথা তুলে দাঁড়িয়েছে। কিন্তু সব নিয়ম ভেঙে তিন তলা বাড়ি হ💝াঁকিয়েছেন মানসবাবু। তার পর তাতে ঝুলেছে হোম স্টের বোর্ড। যদিও আবাস যোজনার বাড়িতে কোনও রকম বাণিজ্যিক কাজ করা সম্পূর্ণ বেআইনি।
আর এই খবর ছড়াতেই প্রಌশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, যার বাড়ির দরকার নেই তার নাম কী করে আবাসের তালিকায় উঠল? পুরসভার হাত মাথায় না থাকলে কি এই কাণ্ড সম্ভব? যদিও দায় ঝেড়ে তৃণমূলি পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়ের দাবি, মানসবাবুকে যখন আবাস যোজনার ঘর বরাদ্দ করা হয়েছিল তখন তিনি রেশন ডিলার ছিলেন না। রেশন ডিলার ছিলেন তাঁর বাবা। বাবার মৃত্যুর পর তিনি ডিলারশিপ পেয়ে থাকতে পারেন।
ওদিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর ফারুক গাজি বলেন, ‘ওই বাড়িতে বাণিজ্যিক কাজ করার কোনও অনুমতি নেই। ওনার কাছে কোনও ট্রেড লাইসেন্সও নেই। ওনার জায়গাটা ছোট বলে দোতলা বাড়ি করার অনুমতি দেওয়াജ হয়েছিল। কিন্তু উনি বেআইনিভাবে তিন তলা বাড়ি করেছেন। তার ওপরে সেখানে আবার হোম স্টে বানিয়েছেন। আমরা খবর পাওয়া মাত্র ওনাকে নোটিশ পাঠিয়েছি। সরকারি বাড়ির এভাবে অপব্যবহার করা যায় না।’