প্রথমে টুকটুক করে খেললেও শেষবেলায় একেবারে ঝোড়ো ব্যাটিংয়ে মেতেছে শীত। আগামিকাল (শনিবার) তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী বুধবার পর্যন্ত রাজ্যে ভালোমতোই শীতের আমেজ বজায় থাকবে। মালুম হবে উত্তুরে হাওয়ার দাপট।গত কয়েকদিনে যে শীতের অনুভূতি মিলছিল, সেই রেশ বজায় রেখে শুক্রবারও কলকাতার তাপমাত্রা কমেছে। আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি কম। বৃহ্স্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রিতে আটকে ছিল। কলকাতার মতো জেলায় ভালোমতোই ঠান্ডা মালুম হচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলা, উত্তরবঙ্গেও শীতের আমেজ আছে। সেখানে একধাক্কায় নেমে গিয়েছে তাপমাত্রা। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রিতে থেকেছে।তবে কতদিন শীতের এরকম আমেজ বজায় থাকবে? আলিপুর আবহওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত বাংলায় শীতের অনুকূল পরিস্থিতি থাকবে। আগামিকাল (শনিবার) রাজ্যে পারদের কিছুটা উত্থান হতে পারে। পরদিন থেকেই আবারও কমবে তাপমাত্রা। বইবে উত্তুরে হাওয়া। তার প্রভাবে আগামী বুধবার পর্যন্ত রাজ্যে শীতের কামড় থাকবে। কিন্তু তারপর থেকেই শীতের বিদায়ঘণ্টা কার্যত বেজে যাবে। উত্তুরে হাওয়ার দাপট কমবে। তার ফলে শীতের কামড় কমতে শুরু করবে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। তারপর লেপ-কম্বল এবারের মতো তুলে রাখতে হবে।