পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় ঘুরে কর্মসূচি পা🍃লন করছেন বিজেপি নেতারা। দলের তারকা নেতা মিঠুন চক্রবর্তীও বিভিন্ন জেলায় ঘুরে জনসংযোগ বাড়াচ্ছেন। আর সেই কর্মসূচি থেকে সংখ্যালঘুদের হাতিয়ার করে রাজ্যের শাসকদলকে একহাত নিলেন মিঠুন চক্রবর্তী। মূলত প্রধানমন্ত্রী ✃আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপির তারকা নেতা।
বুধবার নদিয়ার তেহট্টে জনসভায় যোগ দিয়ে মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, ‘সমস্ত গ্রামের গরဣিব মুসলিম ভাই বোনেরা কাঁদছে। তারা বলছে আমাদের বাড়ি কোথায় গেল!’ প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতে সংখ্যালঘুদের মন পেতে মিঠুন চক্রবর্তী এমন মন্তব্য করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এরপরে মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
মিঠুন চক্রবর্তী আরও বলেন, ‘আমি যা বলেছি ত𝐆া করে দেখিয়েছি। এবারও করে দেখাব। যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদের পাকা বাড়ি হয়ে যাবে।’ এর জন্য মানুষকে লোকসভা নির্𒊎বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে না বলেই ♉সাফ জানিয়ে দিয়েছেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেছেন, পঞ্চায়েত ভোটে জিতলেই বিজেপি এইসব করে দেখাবে। মিঠুন চক্রবর্তী ছাড়াও এ দিন তেহট্টের জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনিও আবাস যোজনা সহ সাম্প্রতিক একাধিক দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন।