বেশি লাভের আশায় গুদামে মজুত রেখেছিলেন প্রচুর পরিমাণে পাট। সেই আশা আর পূরণ হল না। আজ বৃহস্পতিবার সকালেই আগুন লেগে সব পাট পুড়ে ছাই হয়ে গেল। যার পরিমাণ প্রায় ৩০০ কুইন্টাল। এত পরিমাণ পাট আগুনে পুড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই মাথায় হাত পাট ব্যবসায়ীর। ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ মালদার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে🍷র বনসরিয়া মোড়ে।
অষ্টমীর সকালে দাউ দাউ করে জ্বলল তৃণমূ🦋লের পার্টি অফিস! গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পাট ব্যবসায়ী কেরামুদ্দিন আহমেদ হরিশ্চন্দ্রপুর-১ 💝নং ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ। এদিন সকালে তার পাটের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখতে পান এক চা বিক্রেতা। তার চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয়রা। তবে প্রচুর দাহ্য পদার্থ থাকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে পাট। প্রথম দিকে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুনের লেলিহান শিখা এতটাই তেজ ছিল যে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনতে পারেননি। তুলসীহাটা দমকল অফিসে খবর দেন স্থানীয়রা। অবশেষে দমকলের একটি ইঞ্জিন ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের সহযোগিতায় গুদামের বেশ কিছু পাট সরিয়ে আনা সম্ভব হলেও ৩০০ কুইন্টাল পাট পুড়ে ছাই হয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা।