সিঙ্গুরকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চাষযোগ্য করে তোলার কথা ভাবছেন তখন বিজেপি নির্বাচনের আগে টাটাকে ফেরানোর কথা বলল। সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে ভুল হয়েছে বলে দাবি করেন বিজেপি’র সর্বভারতীয় সহ–সভাপতি মুকুল রায়। তিনি জানান, ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন। নন্দীগ্রামের সভায় দাঁড়িয়ে এই মন্তব্য করলেল মুকুল রায়।শুক্রবার সিঙ্গুর থেকে টাটা চলে যাওয়াতেই বাংলায় আর কোনও শিল্প আসেনি বলেও দাবি করেন তিনি। সেখানে একই মঞ্চে দেখা গেল গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতাদের। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী যেমন ছিলেন, তেমনই ছিলেন রাজ্য বিজেপি’র সভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।এরপরই মুকুল রায় বলেন, ‘বাংলায় আরও একটা পরিবর্তন দেখতে চাই। নন্দীগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু। এবার পরিবর্তনের পরিবর্তন করার হাওয়া উঠেছে। টাটাদের সিঙ্গুরে ফেরাতে অনুরোধ জানাব প্রধানমন্ত্রীকে।’ বিধানসভা নির্বাচনের আগে এটা মোক্ষম চাল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।