পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় এবার গতি বাড়াতে শুরু করল সিবিআই। এবার সিবিআই তদন্তকারীদের আতসকাচে বরাহনগর পুরসভা। আর তার জেরে বরাহনগর পুরসভার ৩২ জনকে তলব করেছে সিবিআই। আগামী ২০–২৯ সেপ্টেম্বর তারিখের মধ্যে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। পুরসভার শিক্ষক, ক্লার্ক, গাড়িচালকদের পর্যন্ত তলব করা হয়েছে। এবার একসঙ্গে বরাহনগর পুরসভার ৩২ জন কর্মীকে সিবিআই দফতরে তলব করা হয়েছে। আর তাঁদের নোটিশ পাঠিয়েছে কেন্দ্র🏅ীয় তদন্তকারী সংস্থা।
এদিকে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় বরাহনগর, কামারহাটি, পানিহাটি, টিটাগড় এবং উত্তর দমদম পুরসভায় ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। উত্তর 🍌২৪ পরগনার জেলার একাধিক পুরসভার কর্মী–অফিসারদের তলব করা হয়েছে। এবার বরাহনগর পুরসভার ৩২ জন কর্মী–অফিসারকে একসঙ্গে তলব করা হয়েছে। যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। এই প্রথমবার বরাহনগর পুরসভার একসঙ্গে ৩২ জন কর্মীকে সিবিআই দফতরে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর, পুরসভার কর্মী ও অফিসারদের জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করতে চলেছে সিবিআই। ২০১৪ সালের পর থেকে যে সমস্ত নিয়োগ হয়েছে সেটা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে। জানতে চাওয়া হবে নিয়োগ প্রক্রিয়া নিয়ে।
ঠিক কে, কি বলছেন? অন্যদিকে সিবিআইয়ের এই তলব করা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য–রাজনীতিতে। এই বিষয়ে বরাহনগর পুরসভার স্বাস্থ্য বিভাগের পুর পারিষদ সদস্য রামকৃষ্ণ পাল বলেন, ‘পুরসভার নিয়োগের সময় আমি দায়িত্বে ছিলাম🎃 না। আইন আইনের পথে চলবে।’ আর বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, ‘যত পুরসভা আছে সেখানে চাকরি বিক্রি হয়ে গিয়েছ𝓀ে। পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে। তার তদন্ত করবে সিবিআই আদালতের নির্দেশে। কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়েও তৃণমূল কংগ্রেসের লাভ হয়নি।’
আরও পড়ুন: পার্থর নামে চার্জশিটে অনুমোদন রাজ্যপালের, আদালতে জানিয়ে দিল সি✅বিআই
আর কী জানা যাচ্ছে? নিꦛয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন অয়ন শীল। তাঁর থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুরসভাগুলিতে নিয়োগে দুর্নীতির অভিযোগ তোলে ইডি– সিবিআই। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ ছিল, পুরসভার দুর্নীতিরও তদন্ত হওয়া 🍌উচিত। গরু, কয়লা, শিক্ষা দুর্নীতির পর গত ২১ এপ্রিল পুরসভা দুর্নীতির তদন্তভারও সিবিআইকে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্ত করছে ইডিও। এবার সেই তদন্তের সূত্র ধরেই বরাহনগর পুরসভার কর্মীদের তলব করল সিবিআই বলে সূত্রের খবর। তবে গোটা বিষয়টি নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘বরাহনগর পুরসভার ৩২ জনকে সিবিআই তলব আসলে হ্যারাসমেন্ট।’