অস্ট্রেলিয়া ক্রিকেট দল না আইপিএলের কোনও দল, তা দেখে বোঝার সুযোগ নেই। আইপিএলে রিকি পন্টিং সম্প্রতি কোচ হয়েছিলেন পঞ্জাব কিংস দলের। আর সেখানে এসেই তিনি ৮জন বিদেশি কোটার মধ্যে পাঁচজনই অস্ট্রেলিয়ানকে বেছে নিয়েছেন। ফলে ℱবিদেশি ক্রিকেটারদের বিশ্বাসের ক্ষেত্রে তাঁর যে একটা দ্বিধাগ্রস্থ মনোভাব, তাও স্পষ্ট হল আরও একবার।
পঞ্জাব দলে পাঁচ অজি-
অতীতে দিল্লি ক্যাপিটালস দলে থাকাকালীনও আইপিএলে নিজের দলে তিনি অধিকাংশই অস্ট্রেলিয়া ক্রিকেটারই নিতেন। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, জ্যাক ফ্রেꦍজার ম্যাকগুর্করা গতবার খেলেছিলেন তাঁর দিল্লি ক্যাপিটালস শিবিরে। এবারেও তিনি নিজের পঞ্জাব কিংস দলে মোট ꦑপাঁচজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে নিলাম থেকে কিনলেন।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের ম🔯তো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
স্টইনিস এবং ম্যাক্সওয়েল পঞ্জাবে-
ভারতীয় দুই বোলার যুজবেন্দ্র চাহাল এবং আর্শদীপ সিংকে শুরুর দিকেই পঞ্জাব কিংস তুলে নিয়েছিল ১৮ কোটি টাকা করে দিয়ে। এছাড়াও শ্রেয়স আইয়ারকে তাঁরা দলে নেয় ﷽বিপুল ২৬.৭৫ কোটি টাকা খরচা করে। এরপর রিকি পন্টিংয়ের দল একের পর এক অজিদের দলের নেয়।🍃 ১১ কোটিতে মার্কাস স্টইনিস, ৪.২০ কোটিতে নেওয়া হয় গ্লেন ম্যাক্সওয়েলকে।
আরও꧟ পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবꦕার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
জোস ইংলিস,অ্যারন হার্ডি, জেভিয়ার বার্তলেতও দলে-
এরপর ওপেনার তথা উইকেটরক্ষক ব্যাটাক জোস ইংলিসকেও দলে নেয় পঞ্জাব কিংস শিবির। এছাড়াও অলরাউন্ডার অ্যারন হার্ডি এবং পেসার জেভিয়ার বার্টলেতকে দলে নেয় পঞ্জাব কি♏ংস শিবির। এছাড়া দলের বাকি তিন বিদেশি ক্রিকেটার ꦬহিসেবে নেওয়া হয় মার্কো জানসেন, লকি ফারগুসন এবং আজমাতুল্লাহ ওমারজাইকে। ১৯.৮৫ কোটি টাকা পন্টিং খরচা করেন অজিদের ওপর।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপ🌠ত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
আরও ৩ অজিকে টার্গেট করে পঞ্জাব-
এবারের নিলামে শুধু এই পাঁচ ক্রিকেটারকে দলে নেওয়াই নয়, অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, বোলার স্পেনসর জনসন, নাথান এলিসের জন্যেও বিড করে🐽ছিল পঞ্জাব কিংস। কিন্তু এই অস্ট্রেলিয়ানদের দলে নিতে পারেনি রিকি পন্টিংয়ের ফ্র্যাঞ্চাইজি। এই দল দেখেই অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেন ক্রিকেটের তরফ থেকে মজা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়, যাতে পঞ্জাব কিংসের নাম অস্ট্রেলিয়ান কিংস রাখা হয়।