বিয়ে বাড়ির মরশুম শুরু হয়ে গিয়েছে। এখন চারিদিকে সানাইয়ের শব্দ। স♍োশ্যাল মিডিয়া ছেয🧸়ে গিয়েছে বিয়ে থেকে আইবুড়ো ভাতের ছবিতে। এমন সময় এক কন্টেন্ট ক্রিয়েটর কলকাতার বিয়ে বাড়িতে গিয়ে উচ্চবিত্ত মেয়েরা কী কী করেন, কী বলেন সেটার ঝলক দেখালেন।
আরও পড়ুন: শোতে গিয়ে ইমন - সোমলতার সাক্ষাৎকার নেওয়া হলেও উপেক্ষিত থাকেন উজ্জয়িনী! প্রতিবাদে সরব লগ্নজ🅠িতা
কী বললেন সেই কন্টেন্ট ক্রিয়েটর?
নোম্যাড ফেয়ারি নামক এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তরফে এই ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে তাঁকে উচ্চবিত্ত বা টলিউডের অনেক অভিনেত্রীরা যেভাবে কথা বলেন সেটাকে নকল করতে দেখা যায𝓡়। বাদ যায় না বাঙালি মেয়েদের মধ্যে যেভাবে BTS এবং কোরিয়ান ছেলেদের নিয়ে উত্তেজনা বাড়ছে সেটাকে কটাক্ষ করতে।
এদিন তিনি বিয়ে বাড়ির ফিশ ফ্রাই দেখেই অনেকে যে হবে ভেটকি নয়, বাসা মাছ বলে ব্যঙ্গ করেন সেটাকেও বিদ্রুপ করতে ছাড়েননি। এছাড়া বিয়ে বাড়ির শপিং একটা আলাদাই ব্যাপার। আর যাঁদের একটু সামর্থ আছে তাঁরা অনেকেই রাসেল স🧜্ট্রিটের আনন🌜্দ বা সব্যসাচীর মতো ব্র্যান্ড থেকেই ব্রাইডাল বা বিয়ের বেনারসি, তত্ত্বের শাড়ি ইত্যাদি কেনেন। সেটাকেও তুলে এনেছেন তাঁর বক্তব্যে।
কে কী বলছেন?
ইতিমধ্যেই এই ভিডিয়োটি দারুণ ভাইরাল হয়েছে। প্রায় লক্ষাধিক মানুষ দেখেছেন এটি। এক ব্যক্তি লেখেন, 'পিশেমশাই বলে যেভাবে ডাকটা দিলেন উফ জাস্ট ফাটাফাটি!' আরেকজন লেখেন, 'আমি খুব বড়লোক নই। কিন্তু আমি চাই আমার বিয়ের শাড়ি রাসেল স্ট্রিটের আনন্দের থেকে কিনতে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এই কিছুদিন আগেই একজনকে আꦇইবুড়ো ভাতে সুশি খাওয়ালাম।'
আরও পড়ুন: 'ধ্বংসাত্মক হয়েও ইতিবাচক হওয়া যায়', ক📖নসার্টে ভক্তদের বকা🎀 দিয়ে কেন এমন বললেন রূপম?
চতুর্থ ব্যক্তি লেখেন, 'কোরিয়ার সঙ্গে গড়িয়াকে যেভাবে ম꧟েলালেন, ফাটাফাটি!' পঞ্চম ব্যক্তির মতে, 'কথা ব🅰লার ধরনটা একদম পারফেক্ট!' এই রিলটি প্রায় ২৬ হাজার মানুষ লাইক করেছেন। এই ভিডিয়োটি শেয়ার করে সেই কন্টেন্ট ক্রিয়েটর লেখেন, 'আমরা কি টলিকে বোঝাচ্ছি? নাকি না?'