KL Rahul Fielding: বর্তমানে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাসকর☂ ট্রফি আয়োজিত হচ্ছে। এই সিরিজের প্রথম ম্যাচ অর্থাৎ পার্থ টেস্টে ভারত বড় ব্যবধানে জিতেছিল। এই ম্যাচের পরেই বিশ্ব ক্রিকেটে জসপ্রীত বুমরাহ𝄹 ও যশস্বী জয়সওয়ালের প্রশংসা শোনা যাচ্ছে। তবে এর মাঝেই উঠে এসেছে কেএল রাহুলের নাম। ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতির কারণে পার্থ টেস্টে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিং ব্যাটসম্যানের ভূমিকা পালন করেছিলেন কেএল রাহুল।
সামনে এল কেএল রাহুলের ফুটবল স্কিল-
আসলে ব্যাটিংয়ের পাশাপাশি কেএল রাহুলের ফুটবল স্কিলের একটি ভিডিয়ো বেশ ভাইরাল হচ্ছে। কেএল রাহুল ফিল্ডিং করার সময়ও দারুণ সক্রিয় ছিলেন, তবে একটা সময় ফিল্ডিং করার সময়ে তিনি যেভাবেꦑ নিজের ফুটবল স্কিলকে তুলে ধরেছেন, তা দেখে সকলেই অবাক ⛦হয়েছেন।
ক্যামেরা চলে কেএল রাহুলের দিকে-
বিরাট কোহলির মতো কেএল রাহুলও খেলার মাঝে এমন কিছু করেন যা ক্যামেরার নজর পড়ে যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ফিল্ডিং করার সময় কেএল রাহুল এমন কিছু কℱরেছিলেন যা দেখে ভক্তেরা তাঁকে ফুটবল খেলোয়াড়দের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। এবং বলতে শ꧂ুরু করেছেন যে কেএল রাহুল ক্রিকেটার না হলে নিশ্চিত বড় ফুটবলার হতে পারতেন। কারণ তাঁর মধ্যে সেই দক্ষতা রয়েছে।
দেখুন কেএল রাহুলের সেই ভিডিয়ো- আপনি কী মনে করেন?
আরও পড়ুন… ২০৩৬-🍒এ অলিম্পিক্স আয়োজন করতে চায় দক্ষিণ আফ্রিকা, স্বাগত জানাল কমিটি, রাস্তা কঠিন ভারতের
এই সময়ে গলি অঞ্চলে ফিল্ডিং করছিলেন কেএল রাহুল। সেই সময়ে একটি বল দ্রুত গড়িয়ে তাঁর কাছে গেলে, তিনি তার পা দিয়ে বলটি নাচাতে নাচাতে অর্থাৎ জাগলিং করতে করতে হাতে তুলে নেন। লাল বলটিকে ফুটবলের মতো পায়ে নাচাতে থাকেন এবং অন্য পা দিয়ে বেশ কয়েকবার জাগলিং করার পরে বলটি নিজের হাতে তুলে নেন। এরপরে বলটিকে উইকেটরক্ষকের কাছে ফিরিয়ে দেন। কেএল রাহুলের এই দক্ষতা দেখে মনে হতে পারে ফুটবলের প্রতি তার ভালোই আগ্রহ আছে। তিনি বড় ফুটবলারের মতো পা দিয়ে বল বাউন্স করার শিল্প আয়ত্ত করেছেন। মাটি থেকে বলটি জাগলিং করার সময়ে তিনি ক্রিকেটের বলটিকে মাটিতে🔴 পড়তে দেননি। তাই, অনেক ক্রীড়াপ্রেমী এবং তার সমর্থকরা কেএল রাহুলকে বড় ফু🐲টবলারের সঙ্গে তুলনা করছেন।
কেমন খেললেন কেএল রাহুল-
কেএল রাহুলের কথা বললে, ম্য়াচের প্রথমꦍ ইনিংসে ৭৪ বলে মূল্যবান ২৬ রানের ইনিংসে খেলেছিলেন তিনি। এরপরে ম্যাচর দ্বিতীয় ইনিংসে ১৭৬ বলে ৭৭ রান করেছিলন। এই সময়ে তিনি যশস্বীর সঙ্গে জুটিতে একাধিক রেকর্ড গড়ে🌳ছিলেন।
ম্যাচের ফল কী হয়েছিল-
সিরিজের কথা বললে বর্ডার গা💎ভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচটি চতুর্থ দিনেই শেষ হয়ে যায়। পার্থের এই ম্য়াচে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। ভারতের ৫৩৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে স্বাগতিক দল ২৩৮ রানেই গুটিয়ে যায়। এর ফলে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে রানের নিরিখে তাদের সবচেয়ে বড় জয় নিবন্ধন করেছে। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন অ্যালেক্স ক্যারি।