জোস বাটলারকে দলে নিতে পেরে উচ্ছসিত ২০২২ আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের সহকারী কোচ পার্থীভ প্যাটেল। ১৫.৭৫ কোটি টাকায় ইংল্যান্ডের এই মারকাটারি ব্যাটারকে দলে নেয় গিটি শিবির। রাজস্থান রয়্যালস দল তাঁ🍨কে ছেড়ে দেওয়ায় অনেকেরই টার্গেটে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করে টাইটান্সরাই।
উইকেটকিপিংয়ের পাশাপাশি অধিনায়কত্বের স্কিল-
জোস বাটলারের অধিনায়কত্বের পাশাপাশি উইকেটকিপিংয়ের স্কিলের জন্যেও তিনি বিখ্যাত। ইংল্যান্ডকে টি২০ বিশ্বকাপ জিতিয়েছিলেন। ইংল্যান্ডের হয়ে তিনি খেলতে আসেন মিডল অর্ডা🐭র ব্যাটার হিসেবে, অর্থাৎ বাটলাক একাধিক ব্যাটিং পজিশনে খেলার ক্ষেত্রে♑ সাবলীল, অর্থাৎ তেমন কোনও অসুবিধা হয়না।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং�🧔� সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
এখনও প্রথম একাদশ গড়া হয়নি
আইপিএলের নিলাম থেকে দল গুছিয়ে নেওয়ার পর পার্থিব প্যাটেল বলছেন, ‘আমরা আমাদের স্কোয়াড গড়ে নিౠয়েছি, তবে এখনও আমাদের প্রথম একাদশ নির্ধারিত হয়নি। জোস বাটলারের দলে আসা অনেকটা অভিজ্ঞতা বাড়াবে। ওর আইপিএলে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই কারণেই তাকে দলে নেওয়ার কথা চিন্তাভাবনা করা হয় ’।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘ🌠োষণা হতে পারে 🌸ভেনু
ওপেনিংয়ে ভালো ব্যাটার প্রয়োজন ছিল-
পার🙈্থিব আরও বলেন, ‘আমরা সকলেই জানি, জোস বাটলারের মধ্যে ঠিক কি গুন রয়েছে। আমাদের দরকার ছিল ওর মতো কাউকে টপ অর্ডারে ব্যাটিং করার জন্য। এছাড়াও একজন অভিজ্ঞ উইকেটরক্ষক যে নিজের দেশকেও নেতৃত্ব দেয়। আমাদের মনে হয়েছিল ওই কাজে বাটলারই সেরা। ও এক নম্বর, দু নম্বর, তিন নম্বর সব পজিশনেই ব্যাটিং করতে পারে।টি২০ বিশ্বকাপও অধিনায়ক হিসেবে জিতেছে ’।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরꦰাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে 🎀যা করলেন কোহলি…
শুভমন গিলকেও সাহায্য করতে পারবেন বাটলার-
পার্থিবের কথায় দলের এমন একজন নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার, যে সব পজিশনেই দায়িত্ব নিয়ে খেলতে পারে। এখনও তাঁর সঙ্গে অধিনায়ক শুভমন গিলের কথা হয়নি, ক্যাম্প শুরু হলে তাঁর সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন📖 জিটির সহকারী কোচ।
ভালো বোলিং অ্যাকাট-
দলে মহম্মদ সিরাজ, ক💎াজিসো রাবাগা, জেরাল্ড কোয়েৎজি, ইশান্ত শর্মা, প্রসিধ কৃষ্ণার মতো বোলার রয়েছেন। গিটির সহকারী কোচের মতে একসঙ্গে এত বোলার যারা ভালো ডেক হিট করতে পারে, তাঁদের থাকা দলের জন্য ভালো দিক। ইশান্ত শর্মাও যে অভিজ্ঞতার কারণে তাঁদের পছন্দের তালিকাতেই ছিলেন স𒀰েকথাও জানাচ্ছেন পার্থীভ।