পূর্ণিমা তিথি প্রতি মাসেই বিশেষ মাহাত্ম্য রাখে। পূর্ণিমা তিথি♔তে বহু ধরনের শুভ কাজ করা হয়। প্রতি মাসে পূর্ণিমা তিথি আসে। আর সেই তিথিতে স্নান দানের মতো পূণ্য করার সুযোগ আসে। আসন্ন সময়ে বছরের শেষ পূর্ণিমা তিথি আসছে। আর এই পূর্ণিমা তিথি সত্যনারায়ণ পুজোর জন্য খুবই শুভ। অনেকেই এই তিথিতে লক্ষ্মীপুজো করে থাকেন। দেখা যাক, বছরের শেষ প﷽ূর্ণিমা কবে।
পূর্ণিমা কবে?
বছরের শেষ মাসকে দেশের বহু প্রান্তেই মার্গশীর্ষ মাস বলা হয়। আসন্ন সময়ে এই মাসের পূর্ণিমা আসতে চলেছে। সেই পূর্ণিমাই বছরে🌠র শেষ পূর্ণিমা হবে। আগামী ১৪ ডিসেম্বর পড়ছে পূর্ণিমা। সেদিন অর্থাৎ, শনিবার পড়ছে পূর্ণিমা। ১৪ ডিসেম্বর বিকেল ৪ টে ৫৮ মিনিটে এই পূর্ণিমা তিথি পড়ছে। আর তি🍃থি শেষ হচ্ছে ১৫ ডিসেম্বর দুপুর ২ টো ৩১ মিনিটে। এই মার্গশীর্ষ পূর্ণিমা ১৫ ডিসেম্বর পালিত হবে। অর্থাৎ রবিবার পড়ছে পূর্ণিমা।
ব্রহ্ম মুহূর্তের সময়:-
প꧅ূর্ণিমার দিনে সূর্যোদয় হবে সকাল ৭ টা ০৬ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫ টা ২৬ মিনিটে। চন্দ্রোদয় সন্ধ্যা ৫ টা ১৪ মিনিটে। ব্রহ্ম মুহূর্ত ভোর ৫ টা ১৭ মিনিট থেকে ভোর ৬ টা ১২ মিনিচ পর্যন্ত। গোধূলি মুহূর্ত হল সন্ধ্যআ ৫ টা ২৪ মিনিট থেকে ৫ টা ৫১ মিনিট পর্যন্ত। অমৃতকাল সন্ধ্যা ৬ টা ০৬ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা ৩৬ মিনিট পর্যন্ত।
অমাবস্যা কবে?
চলতি বছরের শেষে শনিবার পড়ছে অমাবস্যা। আগামী ৩০ নভেম্বর পড়ছে অমাবস্যা।🧜 সেই দিনটি হল শনিবার। সেদিন সকাল ১০.২৯ মিনিটে পড়বে অমাবস্যা তিথি। তিথি শেষ হবে ডিসেম্বর মাসের ☂১ তারিখ অর্থাৎ রবিবার ১১.৫০ মিনিটে।