সোনারপুরের সঙ্গে বালুরঘাট যেন এক সূত্রে বাঁধা পড়ে গেল। সৌজন্য ভুয়ো শিক্ষক। সম্প্রতি সোনারপুরে এক তৃণমূল কাউন্সিলরের নাম ভুয়ো শিক্ষকের তালিকায় উঠেছিল। এবার বালুরঘাটের অপর এক তৃণমূল কাউন্সিলরের নাম ভুয়ো শিক্ষকের তালিকায় রয়েছে। যার জেরে শোরগোল পড়েছে রাজ্য 🐭জুড়েই।
দেখা যাচ্ছে ৯৫২জনের ভুয়ো শিক্ষকের তালিকায় আর এক তৃণমূল কাউন্সিলরের নাম। ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপাণ্বিতা দেব সিংহের নাম ৪১৭ নম্বরে রয়েছে। এদিকে একথা চাউড় হতেই বালুরঘাটে এবার ওই কাউন্সিলরের বিরুদ্ܫধে চাকরি চুরির পোস্টার পড়ল। শোরগোল দক্ষিণ দিনাজপুরে। তবে দীপাণ্বিত দেব সিংহের বাড়ি বর্তমানে তালাবন্ধ। তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তৃণমূল কাউন্সিলেরর বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ ওঠায়, যোগ্যতা না থাকা সত্ত্বেও চাকরি করার অভিযোগ ওঠাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি এবার কোনমুখে দলটা করবেন তা নিয়েও উঠেছে প্রশ্ন।
ওই স্কুলের প্রধান শিক্ষকের দাবি, লাইফ সাইন্সের একজন টিচার দীপাণ্বিতা দেব 🍨সিংহ নামে আছেন। তবে তিনিই এই তালিকার দীপাণ্বিতা দেব সিংহ কিনা তা আমরা জানি না। আমাদের কাছে এনিয়ে কোনও কাগজপত্র ওপরমহল থেকে আসেনি।
এদিকে গোটা ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুরে। সূত্রের খবর, এবারই তিন🉐ি ভোটে দাঁড়িয়েছিলেন। তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে জিতেও গিয়েছেন তিনি। তবে কি প্রভাব খাটিয়ে তিনি চাকরি পেয়ে গিয়েছিলেন?
এদিকে স্কুল সার্ভিস কমিশন যে তালিকা বের করেছে সেখানেই নাম রয়েছে ওই কাউন্সিলরের। এনিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার🀅 জানিয়েছেন, বালুরঘাটের এক তৃণমূল কাউন্সিলরের নাম ভুয়ো শিক্ষকের তালিকায় রয়েছে। এটা থেকেই বোঝা যাচ🅘্ছে এগিয়ে বাংলা।
এদিকে গোটা ঘটন🐽ায় চরম অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। দক্ষিণ দিনাজপুরের 𝄹জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, পোস্টার পড়েছে সেটা আমরাও জানি। তবে সেসব বিজেপির চক্রান্ত। এটা সকলেই জানে। তবে দলের একাংশ অবশ্য ঘনিষ্ঠমহলে বলছেন, দলের মুখ পুড়িয়ে দিয়েছে এই ধরনের ঘটনা।
এদিকে স্থানীয় স্তরে তৃণমূল নেতৃত্ব বর্তমানে গোটা বিষয়টিকে খাটো করে দেখার জন্য সবরকম চেষ্টা করছেন। কিন্তু তা কি আর সম্ভব? ইতিমধ্যেই এই চাকরি চুরি কাণ্ডে এলাকায় পোস্টার পড়তে শুরু করে দিয়েছে। মঙ্গলবꩵার বিকালে বিজেপি এলাকায় মিছিলও বের করে।