মাটির নীচে থেকে বেরিয়ে আসছে গ্যাস। আর তাতেই আগুনের শিখা। এই ছবি দেখে নতুন আশায় বুক বাঁধছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের দৌলতপুর। ওএনজিসি সূত্রে খবর, এই দৌলতপুরে প্রাকৃতি🀅ক গ্যাসের দ্বিতীয় উত্তোলন কেন্দ্রের সন্ধান। সেখানে প্রাকৃতিক গ্যাস উত্তোলনেও বড় সাফল্য পেয়েছে ওএনজিসি।
গত কয়েকবছর ধরেই অশোকনগ🅠র ও সংলগ্ন এলাকায় প্রাকৃতির গ্যাসের খোঁজ চালাচ্ছিল সংস্থা। এজন্য এলাকায় বিপুল কর্মকাণ্ডও চলেছে। সূত্রের খবর দৌলতপুরের মাটির প্রায় ২৭০০ মিটার নীচে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। এদিকে গ্যাস উত্তোলনের খবর চাউড় হতেই দলে দলে লোকজন এলাকায় ভিড় করছেন।
এদিকে বাসিন্দাদের আশা, প্রাকৃতিক গ্যাস সহ অন্যান্য খনিজ সম্পদ এলাকা থেকে উত্তোলিত হলে আর্থ সামাজিক পরিস্থিতিরও উন্নতি হবে। স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি প𓄧েতে পারে। এনিয়ে যথেষ্ট খুশি স্থানীয়রা।
এদিকে বাইগাছিতেই প্রথম খনিজ সামগ্রীর সন্ধান মিলেছিল। এরপর সেখান থেকে প্রায় তিন কিমি দূরে ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দৌলতপুর এলাকায় তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় ওএনজিসি। এরপর সেখানে নানা পরীক্ষানিরিক্ষা করা হয়। শেষ পর্যন্ত সবদিক বিবেচনা করে সেই এলাকা থেকেও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ১৫ বিঘা জায়গার উপর এই প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কেন্দ্র ত🔯ৈরি হয়। এটি দ্বিতীয় ইউনিট। আর কোন এলাকা থেকে এই ধরনের প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে সেটাই এখন দেখার।