এক অদ্ভুত রাজনৈতিক সমীকরণ দেখল বাঁকুড়াবাসী। তৃণমূল প্রার্থীর কাছেই হেরে গেল আর এক তৃণমূল প্রার্থী, অন্য এক প্রার্থীকে হারাতে সঙ্গী হল বিজেপি। বাঁকুড়ার খ্রিষ্টান কলেজিয়েট স্কুলে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে এমন নাটকীয় কাণ্ড দেখে হতবাক এলাকাবাসী। এই নির্বাচনে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দলেরই ওর্য়াড সভাপতি, সমিতির অন্য এক প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ান বিজেপির প্রার্থী। দু’🍌জন মিলে তৃণমূল প্রার্থীকে পঞ্চায়েত নির্বাচনের আগে এমন বাঁকুড়ায় এমন সমীকরণে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও এক সপ্তাহে পর বাকুড়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী𝄹 তথা দলের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই ঘটনা দলের পক্ষে বেশ উদ্বেগজনক ব🦹লেই মনে করছে রাজনৈতিক মহল। বিরোধী বিজেপি অবশ্য একে গোষ্ঠীদ্বন্দ্বের ফল হিসাবে মন্তব্য করেছে।
বৃহস্পতিবার জেলা সুপরিচিত বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট꧂ স্কুলের নির্বাচনে প্রতিনিধি প্রার্থী হন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতিক স্কুল ইউনিটের সভাপতি প্রসূনকুমার বন্দ্যোপাধ্যায় ও ইউনিটের সদস্য তারাপ্রসন্ন চট্টোপাধ্যায় প্রার্থী হ🍃ন। ভোটের ফল প্রকাশ হলে দেখা যায়, দুই প্রার্থীই বাঁকুুড়া শহরের এক নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি কেদারনাথ দে ও বিজেপি সমর্থক অমিত আলির কাছে পরাজিত হন।
তবে বাঁকুড়ায় এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগে পুরসꦫভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হন দলের প্রাক্তন উপ-পুরপ্রধান দিলীপ আগরওয়াল। অন্য দিকে ১৮ নম্বর ওর্য়াডে তৃণমূল প্রার্থ𓃲ীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ান কাউন্সিলর অন্যন্যা রায় চক্রবর্তী। সেই সময় তাঁদের দু’জনেই দল থেকে বহিষ্কার করে তৃণমূল।