বন্যপ্রাণীদের গতিবিধি এবং সুরক্ষার কথা ভেবে উদ্যোগ নিল জলদাপাড়া জাতীয় উদ্যান। এবার সরাসরি গভীꦐর জঙ্গলে মাইক্রো ড্রোন ক্যামেরার কড়া নজরদারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যান𒅌ে ২১৬.৫১ বর্গ কিলোমিটারের বিস্তীর্ণ জঙ্গলে নজরদারি চালানোর ক্ষেত্রে মাইক্রো ড্রোন ক্যামেরা অনেকটা সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। এই ক্যামেরায় সবটাই ধরা পড়বে। কোনও কিছু এড়িয়ে যাবে না। তাই মাইক্রো ড্রোন ক্যামেরা প্রযুক্তির উপর ভরসা করছেন বন দফতরের কর্তারা।
বন দফতরের কর্মীরা নজরদারি চালায় জঙ্গলে। কিন্তু তাতে অনেকটা সময়ও যায়, পরিশ্রমও করতে হয় বিস্তর। জঙ্গলে রেইকি বা নজরদারি করতে কুনক⛄ি হাতির পিঠে চেপে যেতে হয় বনকর্মীদের। ফলে সব কাজটাဣ করা সম্ভব হয় না অনেক সময়। সেখানে এই মাইক্রো ড্রোন ক্যামেরা জঙ্গলের সব জায়গার এবং প্রতিটি কোণের নিখুঁত ছবি এবং ভিডিয়ো তুলে দিতে সক্ষম। মাইক্রো ড্রোন ক্যামেরার জেরে একদিকে সময় যেমন বেঁচে যাবে তেমন কাজটাও হবে অনেক কম সময়ে। তাই জলদাপাড়া জাতীয় উদ্যানে চারটি আধুনিক প্রযুক্তির মাইক্রো ড্রোন ক্যামেরা লাগানো হয়েছে। পরে গোটা জঙ্গলে আরও ক্যামেরা লাগানো হবে বলে বন দফতর সূত্রে খবর।
আরও পড়ুন: ‘কাল রাতে হোটেলে কাদের নিয়ে শুয়েছিল’, জুনিয়র ডাক্তারদের কড়া নিশানা করলেন কুণাল
এই মাইক্রো ড্রোন ক্যামেরায় কোনও অস্বাভাবিক কিছু ধরা পড়লে তৎক্ষণাৎ পদক্ষেপ করা যাবে। প্রয়োজনে বনকর্মীরা দল বেঁধে পৌঁছে যাবেন সেখানে। বন দফতরের কর্তারা মনে করছেন, ওই উন্নত প্রযুক্তির ক্যামেরার সঠিক ব্যবহার জঙ্গলে করা গেলে চোরাশিকারিদের দৌরাত্ম্য কমানো যাবে। মাইক্রো ড্রোন ক্যামেরা পরিচালনা করতে একদল বনকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের মূল আকর্ষণ একশৃঙ্গ গন্ডার। তবে এখানে প্রচুর হাতি, বা🥃ইসন, চিতাবাঘ ও নানা প্রজাতির হরিণ আছে। এখানেই জলদাপাড়া চোরাশিকারিদের সক্রিয়তা রয়েছে।