পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে একটি ভিডিয়ো জেলায় শোরগোল ফেলে দিয়ে𝓰ছে। তৃণমূল ক🧸ংগ্রেসের বিধায়কের জন্মদিনে আমন্ত্রিত হলেন নারায়ণগড় থানার ওসি। এমনকী পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার ওসি সেখানে উপস্থিত হয়ে বিধায়কের হাতে কাটা কেকও খান তিনি। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল।
ঠিক কী ঘটেছে নারায়ণগড়ে? সূত্রের খবর, নারায়ণগড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক 🌄সূর্যকান্ত অট্ট। তাঁর জন্মদিন ছিল রবিবার। আর জন্মদিনকে একটি অনুষ্ঠানে পরিণত করা হয়েছিল। সেꦉখানে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক আনিসুর রহমানও। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। আর সেখানেই দেখা যায় বেলদা বাজারে বিধায়ক কার্যালয়ে সূর্যকান্ত অট্টের জন্মদিনে পুলিশ আধিকারিককে। কেক কাটার সময় তিনি হাততালি দিচ্ছিলেন।
ঠিক কী বলছে বিজেপি? এই ভিডিয়ো নিয়ে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সাধারণ সম♈্পাদক গৌরীশঙ্কর অধিকারী বলেন, ‘আমরা বরাবর দাবি করে এসেছি যে, পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাস𒁏 হয়ে কাজ করছে। যে ভিডিও আপনার⛎া দেখতে পাচ্ছেন সেটা আমাদের কাছে নতুন নয়। এখন জনগণ দেখুন কী ভাবে পুলিশ নির্লজ্জের মতো তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিধায়কের জন্মদিনে উপস্থিত হয়েছেন।’
কী জবাব দিয়েছেন বিধায়ক এবং ওসি? এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যেতেই স্বয়ং বিধায়ক সূর্যকান্ত অট্ট বলেন, ‘যে কেউ বিধায়ককে শুভেচ্ছা জানাতে আসতেই পারেন। এটাই তো বাংলার সংস্কৃতি। সেটা নিয়ে রাজনীতি করার কিছু নেই।’ আক পুলিশ আধিকারিক আনিসুর রহমান বলেন, ‘এলাকার বিধায়ক🅰 তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। তখন কেক কাটা চলছিল। শুভেচ্🀅ছা জানিয়ে চলে এসেছি।’