বারাকপুরে ওয়ারলেস মোড়ের বিরিয়ানির দোকান💮ে শুটআউটের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকিদ👍ের খোঁজে তল্লাশি চালানো হবে। তবে ওই ঘটনার রেশ কেটে গেলেও দোকানের মালিক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক কাটেনি।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম অভিষেক ঝাঁ। বাইকে করে যে তিন জন গুলি চালাতে এসেছিল, তাঁদের মধ্যে অভিষেক ছিলেন না। ইতিমধ্যে যে বাইকে এসে দুষ্কৃতীরা গুলি চালায়, সেটিকে চিহ্নিত করা হয়েছে। পুলিশের কাছে খবর, অভিষেক এই ঘটনায় মূল অভিযুক্ত অনীশ ঝাঁর ভাই। অভিষেকের মোবাইল থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে পুলিশ। অভিষেকের মোবাইল ফোনের সূত্র ধরেই অনীশের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের অনুমান, তোলা আদায়ের জন্য ভয় দেখাতেই দুষ্কৃতীরা গুলি চালায়।𓃲 বারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান, বারাকপুর–বারাসত রোড সংলগ্ন অনেকগুলি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। যে নম্বর থেকে হুমকি ফোন ও হোয়াটসঅ্যাপ মেসে🎐জ আসে, সেই নম্বর কার তা খতিয়ে দেখা হয়। পুলিশ🦹 জানতে পেরেছে, যেসময় ঘটনাটি ঘটে, তখন বিরিয়ানির দোকানে দু–তিন জন দুষ্কৃতী ছিল। তাঁরাই অন্যদের খবর দিচ্ছিল।