সীমান্তে মহিষ পাচারকারী সন্দেহে এক যুবককে লক্ষ্য করে গুলি চালাল সীমান্তরক্ষী বাহিনী।ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম মুমতাজ হোসেন (৩২)। তিনি বাংলাদেশের⭕ বাসিন্দা। গতকাল রাতে ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জের বিষ্ণুপুর সীমান্তে ঘটেছে।
বিএসএফের গুলিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর ম✅ৃত্যু, মাথাভাঙায় রক্তারক্তি ꦐকাণ্ড
বিএসএফ সূত্রের খবর, গতকাল রাতে বাংলাদেশ থেকে এ রাজ্যে মহিষ পাচারের চেষ্꧑টা করছিল কয়েকজন বাংলাদেশি পাচারকারী। সেই সময় তাদের বাধা দেয় সীমান্ত রক্ষী বাহিনী। অভিযোগ, তারপরে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বাংলাদেশ পাচারকারীরা। পরিস্থিতি সামাল দিতে পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এর ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় মুমতাজ নামে এক পাচারকারীর। বাকিরা কোনওভাবে সেখান থেকে পাল🔜িয়ে যায়।
বিএসএফের তরফে জানানো হয়েছে, গতকা🍌ল ৫৪ নং গেটে গভীর রাতে ওই পাচারকারীদের বাধা দিয়েছি🤪ল বিএসএফ। তখনই বিএসএফকে হাঁসুয়া দিয়ে আক্রমণ করতে উদ্ধত হয় পাচারকারীরা। যার ফলে বাধ্য হয়ে গুলি করেন বিএসএফ জওয়ানরা। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীকে কৃষ্ণনগর পুলিস মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।