বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Pathashree Scheme 3: বিয়ে হচ্ছিল না এলাকার ছেলেদের! ঘটকালির পথ সুগম করলেন বিধায়ক, ২ কোটি টাকা দিলেন 'দিদি'
এলাকার রাস্তা এতই খারাপ যে সেখানকার যুবকদের হাতে মেয়েকে তুলে দিতে চাইছে না কোনও পরিবার। এমনই অভিযোগ উঠেছিল উত্তর ২৪ পরগনার কনিয়াড়া-১ গ্রাম পঞ্চায়েতের ধুলনি গ্রামে। কয়েকদিন আগেই সেখানে 'দিদির দূত' হিসেবে সেখানে গিয়েছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। সেই সময় বিধায়ককে ঘিরে ধরে স্থানীয়রা রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। এবার সেই রাস্তাই তৈরি করে দিতে চলেছে রাজ্য সরকার। শনিবার সেই প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক বিশ্বজিৎ দাস। রাজ্য সরকার এই রাস্তা তৈরির জন্যে ২ কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানান বিধায়ক। (আরও পড়ুন: আইপ্যাক কর্মী সেজে 'পকেট টাকা' হল হুমায়ুন কবীরে💜র, মন্ত্রী করতে নেওয়া হল ঘুষ!)