প্রচণ্ড গরমের হাত থেকে🏅 বাঁচতে বিকেলে পুকুরে♏ নেমেছিলেন ৩ বন্ধু। আর তাতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জলে ডুবে মৃত্যু হল ২ জনের। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার পাটুলির আশাপূর্ণা দেবী সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের পাশের পুকুরের। তল্লাশি চালিয়ে রাতে ২ জনের দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত সৌরিশ দাস (২২) ও রণিত বন্দ্যোপাধ্যায় (২১) সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ পাটুলির ওই পুকুরে 👍স্নান করতে নেমেছিলেন। সঙ্গে ছিলেন আরও ১ বন্ধু। জলে নামতেই তলিয়ে যেতে থাকেন ২ জন। অন্য বন্ধুরা সঙ্গে সঙ্গে জলে ঝাঁপিয়ে পড়েও তাদের উদ্ধার করতে পারেননি।
নিহতদের বন্ধু অরিন্দম দাস জানিয়েছেন, সোমবার বিকেলে খেলাধুলার পর আমরা স্নান করতে নেমেছ🧜িলাম। নামার সঙ্গে সঙ্গে দেখি সৌরীশ ও রণিত তলিয়ে যাচ্ছে। সঙ্๊গে সঙ্গে অন্য বন্ধুরা পুকুরের জলে ঝাঁপ দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করে। কিন্তু ওদের আর কোনও হদিশ পাওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলি𒆙শ ও বিপর্যয় মোকাবিলা 🐎দল। তারা দেহ দুটি উদ্ধার করে। এর পর গোটা এলাকায় ওঠে কান্নার রোল।
স্থানীয়রা জানিয়েছেন, পুকুরটি বেশ গভীর। তবে ২ জন যুবক কী ভ♏াবে ডুবে গেলেন তা বুঝতে পারছেন না কেউ।