রাজু ঝা খুনে ব্যবহৃত গাড়ির প্রথম মালিকের সন্ধান পাওয়া গেল কলকাতা লাগোয়া পাটুলিতে। পাটুলির বাসিন্দা বৃদ্ধা শাশ্বতী চক্রবর্তী গাড়িটি গত সেপ্টেম্বরে একটি অনলাইন গাড়ি কেনা - বেচা সংস্থাকে বিক্রি করে দেন বলে জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় ওই গাড়িতে করে এসেই শক্তিগড়ে রাজু ঝাকে লক্ষ্꧋য করে গুলি চালায় আততায়ীরা। তার পর জামালপু🃏রে রেল স্টেশনের কাছে গাড়িটি ফেলে পালায় তারা।
প্রবীণা শাশ্বতীদেবীর ছেলে সোহম চক্রবর্তী জানিয়েছেন ২০১৭ সালে আমরা গাড়িটাౠ কিনি। ৫ বছর ব্যবহারের পর ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর কার দেখো নামে একটি একটি অনলাইন গাড়ি - কেনাবেচা সংস্থাকে আমরা গাড়িটা বিক্রি করে দিই। গাড়ির দাম বাবদ ১০ হাজার টাকা বাদ দিয়ে বাকি সব টাকায় চুকিয়ে দিয়েছে সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছিল সরাসরি ক্রেতাকে নামে গাড়িটি নথিভুক্ত করা হবে। তাই মালিকানা বদল হতে কিছু সময় লাগবে। সেজন্য নির্ধারিত মূল্যের ১০ হাজার টাকা বকেয়াও রেখেছিল তারা। কিন্তু এখনও সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। ফলে বকেয়া টাকাও পাইনি। ফলে খাতায় কলমে গাড়ি এখনো মায়ের নামে।
একই সঙ্গে তিনি বলেন, আমি গা🦩ড়ি বিক্রির যাবতীয় নথি ও ইমেলের প্রতিলিপি পুলিশকে দিয়েছি। টাকা যে বাকি রয়েছে সেটাও জানিয়েছি। ঘটনাটি শুনে খারাপ লাগছে। কিন্তু এই ধরণের ঘটনা রুখতে সরকারের নীতি প্রণয়ন করা উচিত। নইলে যে কেউ এই ধরণের গাড🌌়ি কিনে তা অপরাধমূলক কাজে ব্যবহার করতে পারে।
তিনি বলেন, গাড়ি নিয়ে যাওয়ার পর থেকে আমার সঙ্গে সংস্থার তরফে কেউ যোগাযোগ করেন🧸ি। আ🦋মি সংস্থার প্রতিনিধির সঙ্গে একবার যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু ফোনে তাঁকে পাইনি।