এবার পথ দুর্ঘটনায মৃত্যু হল পুলিশকর্মী। গাড়িতে করে বাড়ি ফেরার সময় কল্যাণী এক্সপ্𓃲রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন ব্যারাকপুর কমিশনারেট সাব-ইনস্পেক্টর। মৃত সাব-ইনস্পেক্টরের নাম উজ্জ্বল ভট্টাচার্য। তিনি ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগের অফিসার ছিলেন। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটার পর আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাঁকে বি♛ এন মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি যেহেতু গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন ফলে বিভিন্ন রকমের অপরাধমূলক তদন্তের দায়িত্বে ছিলেন তিনি। ফলে তার মৃত্যুর পরে স্বাভাবিকভাবেই রহস্য দানা বেঁধেছে। এখন এটি দুর্ঘটনা নাকি, এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত সাব-ইনস্পেক্টর ইছাপুরের বাসিন্দা। প্রতিদিনের মতো ডিউটি সেরে তিনি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। সেইসময় আচমকা কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। এদিকে এই ঘটনার💎 প্রতিবাদে রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, কল্যাণী এক্সপ্রেসওয়েতে হামেশাই দুর্ঘটনা ঘটে। তাঁদের অভিযোগ, একাধিক জায়গায় রাস্তা খারাপ রয়েছে। সিগনালিং ব্যবস্থা খারাপ রয়েছে। এত কিছুর পরেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে।
অবিলম্বে সমস্যা সমাধানের দাবিতে আজ বেশ কিছুক্ষণ ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ে অব🐻রোধ করেন স্থ💮ানীয় বাসিন্দারা। তবে স্থানীয়রা দুর্ঘটনার জন্য রাস্তা খারাপ হওয়ার অবস্থাকে দায়ী করলেও সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে শুধুই দুর্ঘটনা, নাকি তাঁকে খুন করা হয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।