ঋণের বোঝা কেড়ে নিল ৩৯ বছরের তরতাজা পুলিশকর্মীর প্রাণ। আত্মঘাতী হলেন দক্ষিণ দিনাজপুরের হিলি থানার তিওরের বাসিন্দা অমর লাহা। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাস্থলে ডিউটি সের🐎ে 🏅শনিবার বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। তাই ঋণের দায়ে অবসাদে আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে হিলি ও বালুরঘাট থানার পুলিশ।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানায় কর্তব্যরত অমর লাহা নানাভাবে ঋণে জর্জরিত হয়ে পড়েন। সম্পඣ্রতি গাড়ি কিনে আরও বিপাকে পড়ে যান তিনি। বেতনের টাকা ঋণ পরিশোধ করতে পারছিলেন না তিনি। গত কয়েকমাস ধরে তিনি এ নিয়ে অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্🅷রে খবর।
২৬ ফেব্রুয়ারি বালুরঘাটের দিশারী মাঠে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাস্থলে ডিউটি করেন অমর। আর তার পরই শনিবার বাড়ি ফিরে ফাঁকা বাড়িতে আত্মঘাতী হলেন তিনি। এদিন জানাজানি হতেই তাঁকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃতꦐ 💧বলে ঘোষণা করেন। মৃত পুলিশকর্মী অমর লাহার বাড়িতে তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ঘটনায় রীতিমতো দিশেহারা অমরের পরিবার।